"একখন্ড তরমুজের চিত্র অঙ্কন"
10 comments
নমস্কার
একখন্ড তরমুজের চিত্র অঙ্কন:
অনেকদিন হয়ে গেল আমার কোনো আর্ট করাই হয়ে ওঠে না।যাইহোক প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।তেমনি আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আসলে আজ হঠাৎ করেই তরমুজ খেতে মন চাইছিলো,কিন্তু অসময়ে তরমুজ কোথায় পাবো!সেজন্য মুখের স্বাদ খাতায় একে তৃপ্তি মেটালাম, হি হি।☺️☺️তাই চলে আসলাম একখন্ড তরমুজের চিত্র নিয়ে।যেটা অঙ্কনের পর বেশ সুন্দর ও সত্যিকারের মতো দেখতে লাগছিলো।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.রঙিন জেল পেন
3.পেন্সিল
4.রবার
5.স্কেল
6.রঙিন মার্কার পেন
7.কম্পাস ও
8.কালো বলপেন
9.কালো জলরং ও
10.তুলি
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি কম্পাস ও পেন্সিলের সাহায্যে নৌকার মতো করে তিনটি দাগ একে নেব।তারপর ওই দাগের উপর স্কেল দিয়ে ত্রিভুজের মতো দাগ টেনে নেব।
ধাপঃ 2
এবারে একটি দাগ ওই ত্রিভুজের একপাশে দিয়ে নেব।তারপর বেগুনি ও লাল রঙের জেল পেন ব্যবহার করবো কালারের জন্য।
ধাপঃ 3
এভাবে উপরের দিকে পুরোটাই অংশ লাল রঙ করে একে নিতে হবে ও মাঝে মাঝেই বেগুনি রঙের ব্যবহার করতে হবে।
ধাপঃ 4
এখন মার্কার পেন দিয়ে একেবারে নিচে সবুজ ও তার উপরে হালকা হলুদ রং করে একে নিলাম।তরমুজের লাল রঙের নিচের অংশ সাদা রঙের রেখে দিতে হবে।
ধাপঃ 5
এরপর তরমুজের উপরের পুরো অংশটি জেল পেন দিয়ে একে নিয়ে আঙুলের সাহায্যে সেট করে নিলাম।
ধাপঃ 6
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।
ধাপঃ 7
এরপর তরমুজের লাল অংশের মধ্যে কালো রঙের বলপেন দিয়ে ছোট ছোট বীজ একে নিলাম।
শেষ ধাপঃ
এখন তরমুজের ডানপাশে ছায়ার মতো অংশটি কালো জলরং ও তুলির সাহায্যে একে নিলাম।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নিচে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একখন্ড তরমুজের চিত্র"।এটি অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও বাস্তবের মতো মনে হচ্ছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Comments