স্বরচিত কবিতা - অপেক্ষা!!
7 comments
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজ কয়েকদিন হলো বাড়িতে এসেছি। বাড়িতে এসে একটু এলোমেলো হয়ে গিয়েছে আমার রুটিন টা। অনেকদিন হলো কবিতা লিখি না। সত্যি বলতে অনূভুতি গুলো এখন ঐভাবে গুছিয়ে লিখতে পারি না। কয়েকদিন আগে হঠাৎ করেই রাতে কথাগুলো মনের মধ্যে ভেসে উঠল। লিখে ফেললাম। জানি না কবিতা কতখানি হয়েছে তবে বলতে পারেন অনূভুতির বহিঃপ্রকাশ। তবে একসময় গিয়ে সত্যি হয়তো মানুষ সব ধৈর্যের সীমা পেরিয়ে যায়। মনে হয় না আর সম্ভব না।
অপেক্ষা
আমি তোমার দিকে হাত বাড়িয়ে-দিলাম
তুমি ফিরিয়ে দিলে, ব্যর্থ হয়ে ফিরলাম ঘরে
শত কোলাহল শত উৎসবের আলো
এরমধ্যেও আমি ছিলাম বিবর্ণ, রঙহীন।
আমি সৃষ্টিকর্তার দিকে হাত বাড়িয়ে দিলাম
না সৃষ্টিকর্তা আমাকে ফেরায়'নি
সৃষ্টিকর্তা দিয়েছে আমাকে সীমাহীন যন্ত্রণা,
দিয়েছেন সীমাহীন ধৈর্য্য আর নিরবতা।
আমি নিরবতা নিয়ে এগিয়ে চলি
দিনগুলো অতিবাহিত করি
তবে প্রশ্ন করে ফেলে
আমার ভেতরে বেঁচে থাকা
অস্তিত্ব সংকটে থাকা সেই পুরানো আমি টা।
এই না হলে জীবন এই না হলে উপলব্দি।
তবুও আশা হারাব না
আবার কখনও প্রলোভন পেলেই
হাত বাড়াব তোমার দিকে
একটু সহানুভূতির আশায়, একটু ভালোবাসার আশায়।
তখনও কী ফিরিয়ে দেবে আমায় ??
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Comments