সততার পুরস্কার (পঞ্চম পর্ব)
1 comment
তবে পরিবারকে সারপ্রাইজ দিতে গিয়ে ফুয়াদ নিজেই হতবাক হয়ে যায়। সে বাড়িতে পৌঁছে দেখে তার পুরাতন কলিগ তার বাসায় রয়েছে। তাকে রাতের বেলা বাসায় দেখে ফুয়াদ প্রচন্ড রেগে যায়। পরে তাকে একরকম ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। তারপর সে তার স্ত্রী সাথেও অনেক রাগারাগি করে। পরদিন আশেপাশের দু-একজন লোক ফুয়াদকে জানাই তার স্ত্রী কয়েক মাস ধরে এই লোকটার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। লোকটা নাকি প্রায় প্রতিদিনই ফুয়াদের বাসায় আসে। এই সমস্ত কথাবার্তা শুনে ফুয়াদ খুবই ভেঙে পড়ে।
সে সেই দিনই আবার তার নতুন কর্ম ক্ষেত্রে ফিরে যায়। কিন্তু সেখানে গিয়ে সে তার অফিস থেকে কয়েক দিন ছুটি নেয়। সে তার জীবন নিয়ে চিন্তা করতে থাকে। ফুয়াদ চিন্তা করে সৎ থেকে সে এই জীবন থেকে কি পেলো? তার আশেপাশের সবাই এমনকি তার নিচের যারা আছে তারা সবাই তার থেকে ভালো জীবন যাপন করে। অভাব অনটনে থেকেও ফুয়াদ সুখে ছিলো। কিন্তু তার স্ত্রীর এই অবৈধ সম্পর্ক তাকে মানসিকভাবে তিল তিল করে শেষ করে দিচ্ছিলো। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Comments