New to Nutbox?

অন্ধকার থেকে আলোয় ফেরা (প্রথম পর্ব)

0 comments

darklights
76
15 days agoSteemit2 min read

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। ঢাকা শহরের একটা নির্জন কোণায়, আলো ঝলমলে রেস্তোরাঁগুলো তখনও বন্ধ হয়নি। মানুষজন হাসিখুশি মুখে ফিরছে নিজেদের ঘরে। কেউ অফিস ফেরত কেউবা কোনো পার্টি থেকে। কিন্তু এই সব কোলাহল থেকে খানিকটা দূরে অন্ধকার গলির শেষ মাথায় একটা পুরোনো বিল্ডিংয়ে বসে আছে সাব-ইন্সপেক্টর সোহেল। তার চোখে লালচে আভা। তার হাতে থাকা জলন্ত সিগারেটের ধোঁয়া মিলে যাচ্ছে হাওয়ার সঙ্গে। টেবিলের ওপরে পড়ে আছে কালো রঙের একটা মোটা খাম। ভেতরে রয়েছে ঘুষের টাকা।

1000002197.png

কিছুক্ষণ আগে শহরের এক মাদক ব্যবসায়ী টাকাগুলো তাকে দিয়ে গিয়েছে। এরকম বেশ কিছু অবৈধ ব্যবসায়ীর সাথে তার মাসিক চুক্তি করা আছে। প্রতি মাসে তারা তাকে মোটা অংকের টাকা দেয় তাদের ব্যবসায় ডিস্টার্ব না করার জন্য। শামীম নিজের ভাবনায় ডুবে আছে। সে পুলিশবাহিনীতে যোগ দিয়েছিলো ১৫ বছর আগে। চাকরির শুরুতে সে সততা আর ন্যায়ের প্রতীক হিসেবে কাজ করতো। কিন্তু আজ তার প্রতিদিনের কাজ অন্যরকম। সে জানে তার প্রতিদিনের ডিউটি এখন শুধু ক্ষমতার অপব্যবহার করা আর অন্যায়ের সঙ্গে হাত মেলানো।

সে দুর্নীতির যে জালে জড়িয়ে পড়েছে তা থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পায় না। মাঝে মাঝে তার মনে হয় আবার যদি সেই আগের মত সৎ নির্ভীক পুলিশ অফিসার হতে পারতাম। শামীমের আজ অনেক টাকা। কিন্তু তার মনে শান্তি নেই। সব সময় তার মনে হতে থাকে কি যেন তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। সব সময় একটা অপরাধবোধ তাকে আচ্ছন্ন করে রাখে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Comments

Sort byBest