অন্ধকার থেকে আলোয় ফেরা (তৃতীয় পর্ব)
0 comments
সাইফ তার দলের লোকজনের সাথে কথাবার্তা বলে কয়েকদিনের জন্য সে দূরে কোথাও চলে যায়। সেখানে গিয়ে সে তার বর্তমান জীবন নিয়ে চিন্তা করে কান্নায় ভেঙে পড়ে। সে চিন্তা করতে থাকে কি হতে চেয়েছিলাম আর কি হলাম? সাইফরা ছিলো তিন ভাইবোন। তার বাবা একটা বেসরকারি ফার্মে ছোট্ট একটা চাকরি করতো। তারপরেও অভাব অনটনের সাথে মিলেমিশে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু যতই দিন গড়াচ্ছিলো তাদের পরিবারে অভাব যেন আরো চেপে বসছিলো। একদিন হঠাৎ করে সাইফের বাবার চাকরি চলে যায়।
তারপর থেকে তারা অবর্ণনীয় কষ্টে দিন পার করতে থাকে। কোন দিন খাবার জোটে তো কোনদিন খাবার জোটে না। শেষ পর্যন্ত সাইফের বাবা বাধ্য হয়ে রিকশা চালাতে শুরু করলো। কিন্তু সেই রিক্সা চালাতে গিয়েও সে নানা রকম ঝামেলার সম্মুখীন হল। একদিন রাতে রিক্সা চালিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর চাকুর আঘাতে সাইফের বাবার মৃত্যু হয়। তারপর থেকে তাদের সীমাহীন কষ্ট শুরু হয়।(চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Comments