New to Nutbox?

বিলুপ্তপ্রায় জলাশয় (শেষ পর্ব)

2 comments

curious.mind
73
last monthSteemit2 min read

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আবার গত কয়েকদিন আগে পুরো দেশে যখন তীব্র তাপদাহ বয়ে গেলো। তখনও সবাই জলাশয়ের দখল হয়ে যাওয়ার কথা বলছিলো। আমার প্রশ্ন হোলো এতদিনে জলাশয়ের গুরুত্বটা প্রকাশ পেলো আপনাদের কাছে। দিনের পর দিন যখন সবাই মিলে জলাশয় গুলো দখল করে নিচ্ছিলো তখন আপনারা কোথায় ছিলেন? এখন যখন অবৈধ দখলদারদের পাল্লায় পড়ে সমস্ত জলাশয় প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। তখন আপনাদের জলাশয়ের গুরুত্বের কথা মনে হচ্ছে?


IMG_20240430_063103.jpg

সবকিছু পর্যবেক্ষণ করে আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের সবচাইতে বেশি অভাব যে জিনিসটার সেটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান। সারাদেশে নগরায়ন হচ্ছে পরিকল্পনা বিহীনভাবে। কোনো জায়গায় কোনো পরিকল্পনার ছাপ নেই। যখন যার যেটা মনে হচ্ছে তখন সে সেটাই করছে। অথচ সমস্ত উন্নয়নমূলক কর্মকান্ডের আগে যদি একটা মাস্টার প্ল্যান করা হয় এবং সেই অনুযায়ী উন্নয়ন করা হতো তাহলে সেটা হোতো পরিবেশ বান্ধব উন্নয়ন। কিন্তু এখন উন্নয়নের নামে আমাদের দেশে যেটা হচ্ছে সেটাকে আর যাই হোক পরিবেশবান্ধব উন্নয়ন বলা যায় না।


দেশে দিন দিন সবুজ অঞ্চলের পরিমাণ কমে যাচ্ছে। দিনদিন জলাশয়ের পরিমাণ কমে যাচ্ছে। যতটুকু জলাশয় অবশিষ্ট আছে সেগুলো ও মানুষের অত্যাচারে আর দূষণে ধ্বংসপ্রায়। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যার থেকে কি উত্তরণের কোন পথ নেই? অবশ্যই আছে তবে এই জন্য যথাযথ কর্তৃপক্ষকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। সবচাইতে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সরকারের দখল হয়ে যাওয়া সমস্ত জলাশয় গুলোকে উদ্ধার করতে হবে। দখলকারীদের কে অল্প সময়ের নোটিশে উচ্ছেদ করতে হবে এবং দখল করার জন্য তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। শুধু জলাশয় গুলো দখল করলে হবে না। সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করতে হবে। এই জন্য বড় জলাশয়গুলোকে কেন্দ্র করে হাতিরঝিলের মতো প্রকল্প গড়ে তুলতে হবে। যাতে এই সমস্ত জলাশয় পরবর্তীতে আর কখনো দখলের সম্মুখীন না হয়। তাতে করে দেশে গাছপালার পরিমাণও কিছুটা বাড়বে। আর মানুষজনের দুদণ্ড বিশ্রামনেয়ার জায়গাও বাড়বে। কিন্তু সমস্যা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সাধারণ জনগণের চিন্তা করলে চলবে না। এই বিষয়গুলো নিয়ে নীতি নির্ধারক মহলের চিন্তা ভাবনা করতে হবে। যাদের কিছু করার ক্ষমতা আছে তাদেরকে চিন্তাভাবনা করতে হবে। একমাত্র তাহলেই সম্ভব এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Comments

Sort byBest