New to Nutbox?

বেকার সমস্যা বড় সমস্যা।

2 comments

curious.mind
75
13 hours agoSteemit3 min read

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেকার সমস্যা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে এই পৃথিবীতে যত সমস্যা রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম একটা বড় সমস্যা হলো বেকার সমস্যা। আসলে এই বেকার সমস্যা একটা জাতিকে সবসময় পিছনের দিকে টেনে রাখে। আসলে যে দেশে যত বেশি বেকার লোক রয়েছে সেই দেশ তত পিছিয়ে থাকে। কেননা দেশের যুবক সম্প্রদায় যদি কাজ না করে ঘরে বসে থাকে তাহলে কিন্তু দেশ কখনো উন্নতির দিকে এগিয়ে যাবে না। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দেশ অপেক্ষা আমাদের দেশ অনেক পিছিয়ে রয়েছে এই বেকার সমস্যার কারণে। আসলে দেশের বেকার সমস্যা দূর করার জন্য সর্বপ্রথম কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কিন্তু একজন শিক্ষিত লোক কখনো নিজেকে বেকার বলে ধারণা করে না। কেননা সে সবসময় মনে করে যে সে যেহেতু শিক্ষিত তাই সে যে কোন একটা কাজ করে তার জীবনটাকে চালাতে পারবে।


আসলে যারা জ্ঞানী বুদ্ধিমান লোক তারা কিন্তু কখনো কোন কাজের জন্য অপেক্ষা করে থাকে না। আসলে প্রতিটা লোক যদি নিজে থেকেই বিভিন্ন কাজে লেগে পরে এবং সেখান থেকে নতুন নতুন ধরনের জিনিস উদ্ভব করে তাহলে সেই একই জায়গাতে বিভিন্ন লোক কাজ করবে এবং এর ফলে বিভিন্ন লোকের কর্মসংস্থান হবে। আসলে আমরা বিভিন্ন বেকার যুবকদের দেখতে পাই যে তারা বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ থেকে বড় বড় কাজের রূপান্তরিত করে এবং সেই কাজের জায়গাতে বহু বেকার লোক কাজকর্ম করে তাদের জীবন ধারণ করে। আসলে আমার মনে হয় যে এই পৃথিবীতে যারা অল্প জ্ঞানী এবং অলস লোক তারা কিন্তু কখনো নিজের থেকে কোন কিছু করার চেষ্টা করে না। আসলে আমার মনে হয় যে এইসব লোক হলো দেশের বোঝা। আসলে যে হারে জনসংখ্যা বাড়ছে সেই হারে কিন্তু কর্মসংস্থান কখনোই বাড়ছে না।


আর এই অতিরিক্ত জনসংখ্যার জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত কর্মসংস্থানের। কিন্তু সরকারের একার পক্ষে এই অতিরিক্ত জনসংখ্যার জন্য বেশি করে কর্মসংস্থান তৈরি করতে পারছে না। আসলে প্রত্যেকটা যুবক যদি তাদের নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে পারে তাহলে কিন্তু দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আসলে জ্ঞানী লোক কখনো বেকার থাকে না। কেননা তারা নিজেদের জীবনের উন্নতির জন্য সবসময় কিছু না কিছু খুঁজে নেয়। আসলে এই পৃথিবীতে আমরা আরেকটা জিনিস সবসময় উপলব্ধি করে দেখেছি যে যারা অল্প জ্ঞানী লোক এবং কথা বেশি বলে তাদের দ্বারা আসলে কোন কিছুই হয় না। কেননা জ্ঞানী হলে তারা বেশি তর্ক বিতর্কে কখনো জড়িয়ে পড়ে না। আসলে তারা সবসময় লজিক দিয়ে কথা বলে এবং জীবনকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে চেষ্টা করে।


আসলে আমাদের দেশ থেকে যেদিন বেকার নামক সমস্যাটি চিরদিনের জন্য মুছে যাবে তখন আমরা আমাদের দেশকে অন্যান্য দেশের সাথে তুলনা করতে পারব। আসলে সবাই যদি কোন না কোন কর্মসংস্থান খুলে সেখানে কাজ করার চেষ্টা করে এবং সেই একই জায়গায় বিভিন্ন লোকের কর্মসংস্থান দিতে পারে তাহলে কিন্তু এটাই তাদের সার্থকতা। আর এজন্য অন্যের উপরে ভরসা না করে আমাদের সব সময় নিজেদের পথ নিজেদের দেখা উচিত। আমরা যদি আমাদের নিজেদের পথ দিয়ে সামনের সফলতার দিকে এগিয়ে যেতে পারি তাহলে অন্যান্যরাও আমাদের দেখাদেখি আমাদের পথ অনুসরণ করবে এবং তারাও জীবনে সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। তাইতো দেশের সকল বেকার যুবকদের প্রতি আমার এই আহ্বান যে তারা যেন বসে না থেকে কোন কিছু করার চেষ্টা করে এবং নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় কঠোর পরিশ্রম করে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Comments

Sort byBest