যত জানে,ততো কম মানে!
0 comments
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আপনাদের সাথে এমন একটা পোস্ট শেয়ার করতে এসেছি। যেটা আশা করছি আপনাদের ভালোই লাগবে। একটা ব্যাপার আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা। একটা ব্যাপার আপনারা খুব ভালো করেই আসলে হয়তো খেয়াল করে থাকবেন যে, সবসময় দেখবেন আমাদের যারা খারাপ চায়। তারা আমাদের অনেক রকমের ভালো করে। অর্থাৎ শুধুমাত্র লোক দেখানোর জন্য কিন্তু একটা ভালো তারা কখনোই করতে চায় না। সে ভালোটা হলো তারা কখনোই চায়না যে আমরা যেনো সুশিক্ষিত হই। কারণ সুশিক্ষিত হওয়ার অর্থ হলো,যখন একটা জাতি সুশিক্ষিত হয়। তখন আসলে তারা তাদের ভালো খারাপ বুঝতে পারে এবং কোন কাজটা আসলে তাদের জন্য ভালো এবং কোন কাজটা তাদের জন্য ভালো নয়। সেটা তারা খুব ভালো করেই বুঝতে পারে।
সে কারণেই খুব ভালো করেই দেখবেন, আমাদের চারপাশে এমন অনেক আত্মীয়স্বজন নেতা যা ই বলি না কেনো। অনেক এমন মানুষ রয়েছে। যারা সব সময় চায় আপনি যতো কম জানবেন, ততোই ভালো। কারণ হীরক রাজার দেশে নামক একটি নাটকে আমরা এই সংলাপটি অনেক দেখেছি এবং এই সংলাপটি কিন্তু অনেক পপুলার। অর্থাৎ "তারা যতো বেশি পড়ে,ততো বেশি জানে, ততো কম মানে" ।
এটা খুবই একেবারে স্পষ্ট একটি বক্তব্য। অর্থাৎ এটা এমন কোনো জটিল কথা নয়। যেটা বুঝতে সমস্যা হবে। এটার মানে হলো, যারা অনেক বেশি পরে। তারাই কিন্তু দেশের জন্য ভালো কিংবা আমাদের নিজেদের জন্য কি ভালো, কি খারাপ সেটা খুব ভালো করেই বুঝতে পারে এবং তারা কখনোই অন্যায়ের সাথে আপোষ করে না। তাই জন্যেই এই সংলাপটি বলা হয়েছে।
তাই যারা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আপনাদেরকে দমিয়ে রাখতে চাইবে। তাদেরকে কখনোই ছেড়ে দিবেন না। তাদেরকে তাদের উচিত জবাব দিয়েই ছাড়বেন। কারণ আপনাকে আপনার পড়াশোনা থেকে কেউ দূরে রাখতে চাচ্ছে। তার মানে কিন্তু সে আপনার অনেক বড় ক্ষতি চাইছে এবং সে এটাও খুব ভালো করেই বুঝতে পারছে যে, আপনি যতো পড়াশোনা করবেন। ততোই আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আর ততোই আপনি অন্যায়ের সাথে আপোষ করবেন না। ঠিক এই কারণে আপনারা কখনোই নিজেদের পড়াশোনা, নিজেদের জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। আর যে ছাড় দিতে চাইবে, বুঝতে চাইবেন সে আপনাদের জন্য ক্ষতিস্বরূপ।
Comments