আমাদের সৌরজগৎ
1 comment
আমরা সবাই ছোটবেলায় সৌরজগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছে তবে আমি যদি বলি ছোটবেলায় আমরা যেসব সৌরজগৎ সম্পর্কে তথ্য জেনেছি সেটা পুরোপুরি সত্য নয় তাহলে আপনাদের কেমন লাগবে আসলে বিজ্ঞানেরাও জানতো যে বিষয়গুলো তারা সেখানে লিখছে সেটা সঠিক নয় বরঞ্চ এর সাথে আরও কিছু যুক্ত করতে হতো কিন্তু আমরা ছোটবেলা থাকাই অবস্থায় সেসব বিষয়গুলো আসলে বুঝতে পারতাম না তাই সহজ ভাবেই সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল. আজ আমি সৌরজগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব তবে চলুন শুরু করা যাক.
আমরা সকলেই জানি সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ প্রদক্ষিণ করছে কিন্তু এর বাহিরেও যত বস্তু রয়েছে আমাদের এই সৌরজগতের মধ্যে তারা সবাই সূর্যকে পরিক্রম করছে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে. এই সৌরজগতে থাকা সমস্ত গ্রহ উপগ্রহ এস্ট্রোলয়েড বেল্টে থাকা বিভিন্ন বস্তু এবংটি বিভিন্ন ধরনের ধূলি কণাও আমাদের এই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আমাদের এই সৌরজগতের মোট ভরের ৯৮% দখল করে রেখেছে এবং বাকি দুই পার্সেন্ট নিয়ে সমস্ত সৌরজগতের যতগুলো বস্তু রয়েছে সেসব বস্তু গঠিত। এর মধ্যে আবার বৃহস্পতি গ্রহ আমাদের সৌরজগতের সব থেকে বড় গ্যাসীয় ধারণ যা সম্পূর্ণ এবং এই গ্রহের কোন সার্কেল নেই শুধুমাত্র এই গ্রহ নয় বরঞ্চ আরো তিনটি গ্রহ রয়েছে যারা যাদের নিজস্ব কোন সারপ্রাইজ নেই তারা সম্পূর্ণটাই গ্যাস দ্বারা তৈরি।
শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, ইউরেনাস গ্রহ, এবং নেপচুন গ্রহ। এই সবগুলোই সাধারণত গ্যাস দারা তৈরি এবং আরো চারটি গ্রহ রয়েছে বুধ, শুক্র, মঙ্গল এবং পৃথিবী যাদেরকে রকি প্ল্যানেট বলা হয়, অর্থাৎ এইসব গ্রহে দাঁড়ানোর মতো সারফেস রয়েছে। সাধারণত আমরা সৌরজগত সম্পর্কে এতটুকু তথ্যই জানি। তবে এর বাইরেও কিন্তু একটি গ্রহ ছিলো। ২০০৯ সালের আগে প্লুটো কে কিন্তু গ্রহ হিসেবে নির্বাচন করা হতো। কিন্তু গ্রহ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে তার মধ্যে একটি শর্ত পালন করে না, তাই তাকে গ্রহের পদবী থেকে বাদ দেওয়া হয়।
বর্তমানে প্লুটোকে বামন গ্রহ উপাধি দেওয়া হয়েছে। তবে শুধুমাত্রই যে বামন প্লুটো একটি তা কিন্তু নয়। এর মতো আরও চারটি বামন গ্রহ রয়েছে। তাহলে মোট আমাদের এই সৌরজগতে পাঁচটি বামন গ্রহ রয়েছে। এছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ পাথর এবং বরফের টুকরো রয়েছে। যেগুলো এক কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার ব্যাস বিশিষ্ট হতে পারে। এছাড়াও আমাদের সৌরজগতে এমন অনেক রহস্যময় বিষয়বস্তু রয়েছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে আস্তে আস্তে আবিষ্কার হচ্ছে। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।
Comments