শুভ মহালয়া 🪷🪷🙏 গান কভার (বর্ষা)
5 comments
হ্যালো বন্ধুরা
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা
মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ।এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবীমাহাত্ম্যম্ শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে। মহিষাসুরমর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলির শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তাঁর চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় । পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে 'জলদান' বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়।পুরান মতে, এদিন মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দুর্গা। চন্ডিপাঠের মধ্যদিয়ে দেবীর আবাহন করছেন ভক্ত-অনুসারীরা। চন্ডিতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও প্রশস্তি। দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পূজিত। মহামায়া অসীম শক্তির উৎস।
ছোটবেলায় মহালয়ার দিন অনেক আনন্দ উৎসবের মতো মনে হতো।সারাবছর জুড়ে এই দিনটির অপেক্ষায় থাকতাম কখন মহালয়া আসবে!ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে বসে টিভিতে মহালয়া দেখার কি যে আনন্দ তা বলে শেষ করা যাবে না।এখন মহালয়া আসে যায় কিন্তু সেই আনন্দের সময় গুলো আর জীবনে আসে না।বড় হওয়ার সাথে সাথে জীবন থেকে কেমন যেনো সকল আনন্দ গুলো হারিয়ে যায়,কোনো কিছুতেই আর আগের মতো তৃপ্তি পাওয়া যায় না।এবারের মহালয়াও ঠিক তেমনি কেটেছে।মহালয়া উপলক্ষে আমার মেয়ে একটি মা দুর্গার গান কভার করেছে সেই গানটি আপনাদের সাথে শেয়ার করছি আশাকরি আপনাদের ভালো লাগবে।
মহালয়ার ভোরে মহিষাসুরমর্দ্দিনী প্রভাতী বেতার অনুষ্ঠানের দূর্গা পূজার আগমনী গান জাগো তুমি জাগো দূর্গা গানের লিরিক্স লিখেছেন বাণীকুমার (বৈদ্যনাথ ভট্টাচার্য) এবং গানটি মূলত গেয়েছেন দ্বিজেন মুখার্জী। জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী গানটির সুর দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক।
লিরিক্স
জাগো, তুমি জাগো,
জাগো-দূর্গা, জাগো দশপ্রহরণধারিণী,
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো, তুমি জাগো,
জাগো দূর্গা, জাগো দশপ্রহরণধারিণী,
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো-তুমি জাগো ..
প্রণমি বরদা, অজরা অতুলা
প্রণমি বরদা, অজরা অতুলা,
বহু-বলধারিণী রিপুদলবারিণী জাগো মা।
শরণময়ী চন্ডিকা শংকরী জাগো,
জাগো মা,
জাগো-অসুরবিনাশিনী, তুমি জাগো।
জাগো, তুমি জাগো,
জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী,
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো, তুমি জাগো..
ভিডিও লিংক
অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় হোক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি।
Comments