New to Nutbox?

যে ব্যক্তির অন্তরে স্বার্থপরতা জন্ম নেয়,, তার জীবন থেকে মানবতা শেষ হয়ে যায়।

5 comments

bristy1
76
3 days agoSteemit3 min read

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

destruction-3209049_1280.jpg

source

আমরা সবাই মানুষ। রক্তে মাংসে গড়া মানুষ সবাই। কিন্তু আদতেই আমরা সবাই-ই মানুষ!মানবতা কি আমাদের সবার মাঝেই আছে? না,তা তো কখনোই না।মানবতা যদি সবার মাঝে থাকে তাহলে এই সমাজ এতটা নিষ্ঠুর হতো না। এই রাষ্ট্র এতটাও উত্তাল হতো না।মানবতা যদি সবার মাঝেই থাকে তাহলে আজ কে অবহেলিত হতো না,রাস্তার পাশে হাজার হাজার মানুষের বসতি থাকতো না। মানবতা সবার মাঝে থাকলে ক্ষুদার্ত মানুষের অভাব থাকতো, সবাই সুখী থাকতো।

এখন এই মুহুর্তে যার বা যাদের কথা মাথায় আসছে তাদের মধ্যে আমি সামান্যতম মানবতা খুঁজে পাই নি।আপনারাও একটু চিন্তা করুন, দেখবেন যাদের মাঝে মানবতার অভাব দেখেছেন তাদেরকে খুব সহজে চিনতে পেরেছেন। চোখের সামনেই তাদের অমানবিক কাজকর্ম গুলো ভাসছে। সে বা তারা যে শুধু আমার আপনার জন্য অমানবিক তা নয়। তারা নিষ্পাপ কিছুর প্রতিও অমানবিক। তারা যদি মানবিক হতো তাদের মাঝে স্বার্থপরতা জন্ম নিত না। স্বার্থপরতা যেখানে থাকে সেখানে মানবতা থাকে না।

স্বার্থপররা সবসময় নিজ কাজ হাসিল করতে ব্যস্ত থাকে।এতে কে বা কারা বিপদগ্রস্ত হচ্ছে তা দেখার মত মনমানসিকতা তাদের থাকে না।তারা খুব সহজে চেহারা বদলাতে পারে।তারা এমনও ভাব করে যে কথায় বলে তাদের ভাজা মাছ উলটে খেতে জানেনা। ঠিক এমনই তারা,যেন কিছুই জানেনা।কিন্তু আদতে তারা সবকিছুই জানে। আর সবক্ষেত্রে তারা খুঁজে শুধু স্বার্থ।কিছু কথা বলার মাঝে কিছু ভাব প্রকাশ পায়। আর সেই ভাব প্রকাশেই দৃশ্যমান হয় সে স্বার্থপর নাকি মানবিক।

অন্তর পরিষ্কার না থাকলে সেখানে কেউ কাউকে জোর করে মানবতা শেখাতে পারে না।তাদের মাঝে বিন্দুমাত্র মানবতা থেকে থাকলেও একটা সময় গিয়ে দেখবেন স্বার্থপরতা তাদের মনটাকে অমানবিক করে তুলেছে।স্বার্থপর মানুষ একমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে। আর স্বার্থ হাসিল করতে সে অন্যায় করতেও দ্বিধাবোধ করে না।কারণ সে তার স্বার্থটাকেই গুরুত্ব দিচ্ছে। মানবতা কি কেন এগুলো ভুলেই গিয়েছে। আর এর থেকেই সে অন্তরকে স্বার্থপরতার সাগরে ভাসায়।তার কাজে মানবতার ছাপ টুকুও দেখা যায় না।

আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই। যারা কিনা স্বার্থপরতাকে প্রাধান্য দিয়ে মানবতাকে ভুলে যায়।তবে আজও পৃথিবী টিকে আছে কারণ এখনো মানবতা আছে। মানবিক মানুষগুলো পৃথিবীটাকে এখনো জীবিত রেখেছে।স্বার্থপর মানুষ অন্যের হক নষ্ট করে আর স্বার্থহীন মানুষ মানবতাকে গুরুত্ব দেয়। তাই নিজের মনকে স্বার্থহীনভাবে গড়ে তোলা উচিত।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Comments

Sort byBest