New to Nutbox?

স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

17 comments

bristy1
76
last monthSteemit3 min read

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আজকের কবিতাগুলো হলো সময়োপযোগী কবিতা।মানে এই গত কয়েকটা দিন কি একটা বিপদ গেল বাংলাদেশের উপর। যেটা হঠাৎ করেই সবকিছু লণ্ডভণ্ড করে দিল। এই সময়টা ছিল সুষ্ঠু বিচার প্রত্যাশার আন্দোলন।কিন্তু সেই সময়টাকে রণক্ষেত্রে পরিণত করেছে। দেশটাকে উত্তাল করে তুলেছে। নেই কোনো সুবিচার।সবদিকে শুধু অন্যায় আর অত্যাচার। এভাবে কি করে দেশের উন্নতি সম্ভব।সবকিছুতে জোর জবরদখল করলে কি আর স্বাধীনতার কোনো মানে আছে। যাইহোক সাময়িক বিষয়বস্তু নিয়ে মনটা তেমন ভালো নেই। এজন্যই এমন ধরনের কিছু অনুকবিতা লিখা হয়ে গেল।

(১)
অদ্ভুত এক খেলায় মেতেছে দেশ,
না জানি কি হবে এর শেষ,
চারিদিক আজ উত্তাল মাতাল,
সহিংসতায় রণক্ষেত্র আজ দেশের হাল।

(২)
জীবনের যেন নেই কোনো মানা,
চলছে অবিরত তার নিজের মত,
দেশ হয়েছে নিষ্ঠুর আর ঝরছে তাজা প্রাণ,
এ আবেগের নেই এখন কোথাও কোনো দাম।

(৩)
রক্ত দিয়ে কেনা এই প্রাণ,
হচ্ছে কেন আজ এত উত্থানপতন,
অশ্রু ঝরা মায়ের বুকে বিঁধছে আরও কাটা,
লাশ হয়ে ফিরছে ঘরে এটাই কি ছিল চাওয়া?

(৪)
রঙিন আকাশে মেঘের ভেলা,
উড়ে যাচ্ছে দিগ্বিদিক আপন মনে,
রঙিন উচ্ছ্বাসে ভরেছে মনের কোণ,
আবেগ উল্লাসে বইছে সুখ হয়ে আপন।

(৫)
যেদিকে তাকাই সেদিক দেখি শুধু,
অন্যায় আর অত্যাচার,
কবে হবে শেষ এই অনাচার,
কবে পাবো মোরা সুবিচার,
অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে,
হয়েছে কত প্রাণহানি,
বিক্ষুব্ধ হয়ে শেষ করব এই রাহাজানি।

(৬)
জীবন যেন এক ছেলেখেলার পাত্র,
কারণে অকারণে হচ্ছে অভিশুপ্ত,
সবদিকে আজ হাহাকার,
কেন চলে এই অবিচার,
জনতার আজ বেহাল দশা,
কে নেবে এর দায় ভার।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Comments

Sort byBest