New to Nutbox?

স্বরচিত কবিতা|| সোনালী শৈশব

4 comments

bristy1
76
3 months agoSteemit3 min read

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Green Simple Floral Thank You Card_20241006_111413_0000.png

আজকে যে কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করব সেটা মূলত আমাদের সবার একটা স্বর্ণময় দিনগুলোকে মনে করেই লেখা। দিনগুলো কিভাবে পার হয়ে যাচ্ছে তা আমাদের জানা নেই। প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড অতীত হচ্ছে। আর এই মুহূর্তগুলো আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। এর কারণ হলো সময় চলে যাচ্ছে আর আমরা মূলত খুব কাছাকাছি চলে যাচ্ছি মৃত্যুর জন্য। পূর্বে যে সময়গুলো কাটিয়েছিলাম সেই সময় গুলো আমরা কখনো কোনো কিছুর বিনিময়ে কিন্তু কিনতে পারবো না।

কথাগুলো মনে হলেই খুব আফসোস লাগে। যে সময় গুলো চলে গিয়েছে জীবন থেকে এগুলো আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। তাই আমরা আমাদের সময় গুলোকে যথাসাধ্য ভাবে উপভোগ্য করে তোলার চেষ্টা করা উচিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় কাজে লাগানো উচিত। আর আমরা যেহেতু নিজেদের অতীত ফিরিয়ে আনতে পারব না তাই এমন কোন কিছু করা উচিত নয় যেটা পরবর্তীতে আফসোস করা লাগে।যাইহোক আজ আর কথা বাড়াবো না , চলুন তাহলে কবিতাটা পড়ে নেই....

♥️সোনালী শৈশব♥️

সোনালী সেই দিন হারিয়ে গেল নিমিষেই,
ইচ্ছে করে আগলে রাখি আবার যতন করে,
যদি কখনো কেনা যেত সোনালী অতীত গুলো,
সমগ্র দিয়েও নিয়ে নিতাম অতীতের স্মৃতিগুলো।

আপন পর কেউ ছিলনা কষ্ট দেয়ার মত,
হাসি খুশিতে দিন কেটেছে শৈশব ছিল শুভ্রত,
মনের সুখে চলতো সবাই দুঃখ ছিল না পাশে,
ইচ্ছে হলেই বন্ধু নিয়ে চলতাম খেলার মাঠে।

এ যেন এক স্মৃতির পাতার সোনালী সময়,
পাবো না তো কখনো ফিরে এই সোনালী প্রণয়,
ইচ্ছে করে স্বপ্নঘোরে আবারও কাটিয়ে যাই,
শৈশবের ঐ সময়গুলো ফিরে কেন নাহি পাই?

সময়গুলো যাচ্ছে চলে নিজের মত করে,
করছি কি আর পাচ্ছি কি জানিনা প্রশ্ন করে,
অলসতা আর নিঃসঙ্গতায় কেটে যাচ্ছে দিন,
সময়ের কাছে কি হিসেব দেব, জমে যাচ্ছে ঋণ।

কেউ যদি পারো একটিবার দাও ফিরিয়ে আমায়,
স্বর্ণময় সেই সময়ে একবার ফিরে যেতে মন চায়,
আবারো যেন মনের সুখে চলতে ইচ্ছে করে,
পাবো না ফিরে সেই দিন আর দুঃখ বাড়ছে জোরে।

আমার অনুভূতি

আজকের কবিতাটি হলো সবার জন্য এক অনুভূতি মূলক কবিতা।যেখানে একটা সুন্দর সোনালী অতীত ছিল। এই অতীত হলো আমাদের শৈশব। শৈশবে আমাদের দিনগুলো কত সুন্দর করে কাটিয়েছিলাম।ইচ্ছে হলে মনের সুখে সবার সাথে খেলতে বের হতাম।তখন দুঃখ কষ্ট ছুঁতে পারতো না।মনের সুখে দিন কেটে যেতো সবার।এই সোনালী দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে।আর কখনো ফিরে পাওয়া সম্ভব না হলেও ইচ্ছে করে আবারো ফিরে যাই সেই দিনে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Comments

Sort byBest