লাইফ স্টাইল।। আলমডাঙ্গা টু যশোর ।
3 comments
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২২/১১ /২০২৪) রোজ: শুক্রবার ।
💞জুম্মা মোবারক💞
প্রতিদিনের ন্যায় আজকে সকাল থেকে কিভাবে যে সময় পার করেছি তা সত্যি বলে বোঝানো সম্ভব নয়। গতকালকে সকালে গিয়েছিলাম হসপিটালে। আজকে বাসায় ফিরলাম। তাছাড়া সেখানে গতকাল রাত্রে থেকে নিজের কাছে খুবই খারাপ লেগেছিল। কিন্তু কিছুই করার ছিল না। পরিস্থিতির কারণে সেখানে থাকতে হয়েছে আমার। আজকে সকালে বাসায় এসেছি।
আজকে আমি আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে চাচ্ছি তাই ইতিমধ্যে আপনার আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আসলে আমি আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে বেশ কয়েকদিন আমি খুবই ব্যস্ততার সাথে সময় পার করছি যে কারণে ঠিকমতো পোস্ট করতে পারছি না। তারপরেও সময় সুযোগ করে পোস্ট করার জন্য চেষ্টা করছি।
এইতো গতকালকের আগের দিন যশোরের পথে রওনা দিয়েছিলাম। খুব সকালে ঘুম থেকে উঠে দেখি খুব কুয়াশা পড়ছে। আর জে জন্য আমি আগে থেকেই শীতের পোশাক পরে বের হয়েছিলাম। এমনকি আমার মুখে ছিল মাক্স পরিধান করা এমন তো অবস্থায় আমি ছবিটা ধারুন করি।
এরপরে খুব সকালে আমি স্টেশনে পৌছালাম। আসলে খুব সকালে আমাদের আলমডাঙ্গা থেকে একটা ট্রেন যশোরের দিকে যায় সেটা ৮:৩০ মিনিটে রওনা দেয়। আমার পৌঁছাতে আটটা বেজে গিয়েছিল। তাই আর দেরি না করে খুব দ্রুত টিকিট কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করি। আসলে গিয়ে দেখতে পেলাম কোন সিট নেই। তাই একটা আসন দিন টিকিট ক্রয় করলাম। আমার টিকিটের মূল্য নিয়েছিল ১২০ টাকা ।
টিকিট ক্রয় করা শেষ হলেই আমার মাথা থেকে একটা চিন্তা দূর হয়। তারপর একটু রেলস্টেশনে ঘোরাঘুরি করলাম। সেখানে ঘোরাঘুরি করার মধ্যে সেখানে যে দোকান ছিল সেখান থেকে কিছু ক্রয় করে খেয়ে নি। এরপরে আরো একটু সামনে গিয়ে উপরের এই ছবি দুটি আমি আমার ফোনে ধারণ করি। আসলে এভাবেই টিকিট ক্রয় করে যশোরের রওনা দিচ্ছি।
আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
Comments