New to Nutbox?

নাটক রিভিউ : - " নতুন বউ জিন্দাবাদ "

17 comments

bijoy1
72
16 days ago8 min read

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করবেন।

Screenshot_20240416_111422_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

আজকে আমি আপনাদের মাঝে প্রকাশ করব একটি নাটক এর রিভিউ। এই নাটকের নাম হলো নতুন বউ জিন্দাবাদ

নাটকের নামনতুন বউ জিন্দাবাদ
পরিচালকমামুন অর রশিদ
লেখকআবিদ আবরার
অভিনয়তামিম খন্দকার, শায়লা সাথী সহ আরো অনেকে
ভাষাবাংলা
দৈর্ঘ্য৪৬ মিনিট ৪৭ সেকেন্ড
মুক্তির তারিখ২৯ জানুয়ারি ২০২৪

Screenshot_20240416_111511_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

প্রথমেই নায়ক ঘুম থেকে উঠে দেখে তার বাড়িতে একজন বউ এসেছে৷ তখন সে একেবারে অবাক হয়ে যায় এবং সে জিজ্ঞাসা করতে থাকে সে কে৷ তখন নায়িকা বলে যে নায়িকা তাকে ছোটবেলায় বিয়ে করেছিল৷ এখন সে বড় হয়ে গিয়েছে তাই তার বাবা তাকে এই বাড়িতে নিয়ে এসেছে৷ সে এই বাড়ির বউ৷ তাই সে তার স্বামীর জন্য চা নিয়ে এসেছে৷ যখন সে নায়ককে চা দিবে তখনই তার হাত থেকে চায়ের কাপটি পড়ে যায়৷ তখন নায়ক অনেকটা রাগান্বিত হয়ে যায়৷ এরপর নায়ক রেডি হয়ে যখন সকলের সাথে দেখা করার জন্য আসো তখন সে অনেকটা রাগান্বিত হয়ে থাকে৷ সে জিজ্ঞাসা করতে থাকে এই মেয়ে এই বাড়িতে কেন৷ কেন তাকে এই বাড়িতে রাখা হয়েছে৷ তখন সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ তখন নায়কের মা বাবা এবং নায়িকার বাবা তাকে ভালোভাবে বুঝাতে থাকে৷ তবে সে কোনভাবেই বুঝতে চাচ্ছিল না এবং সেখান থেকে বের হয়ে চলে যায়৷

Screenshot_20240416_111603_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এরপর নায়িকা নায়কের অফিসে খাবার নিয়ে যায় যাতে করে নায়েকের সাথে সম্পর্ক গভীর হতে থাকে৷ যখন সে খাবার নিয়ে যায় তখন নায়ক তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ নায়কের যে কলিগ ছিল সে নায়িকাকে জিজ্ঞাসা করতে থাকে বিভিন্ন কথাবার্তা৷ তখনই নায়িকা বলে সে অনেক খাবার এনেছে যাতে করে তারা দুজনে সেখানে খেতে পারে৷ তখন নায়ক প্রথমে বলছিল যে সে খাবে না৷ তাকে সেখান থেকে চলে যেতে বলে৷ নায়িকার যে কলিগ ছিল সে বলে কি হয়েছে৷ সমস্যা নেই যেহেতু তাদের দুজনের জন্য খাবার এনেছে তারা দুজনে খাবে৷ সেই খাবারের বাটি খুলে এবং সে দেখে খাবারের বাটি একেবারে ফাঁকা৷ নায়িকা একেবারে অবাক হয়ে যায়৷ সে বলে যে তাদের বাড়িতে দুটি বক্স ছিল৷ যে খাবার ভর্তি বাটি ছিল সেটি রেখে ভুল করে এটা নিয়ে চলে এসেছে৷ সে অনেকটাই অনুতপ্ত হতে থাকে৷ তবে নায়ক বলে যে সমস্যা নেই সে এগুলোই খেয়ে নিবে৷ সে খালি বাটি নিয়ে খাওয়ার ভান করে এবং এরপর নায়িকা সেখান থেকে চলে যায়৷

Screenshot_20240416_111629_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

Screenshot_20240416_111642_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এরপর নায়িকাকে নিয়ে যখন নায়কের বাড়ির লোকেরা বাসায় নিয়ে যাচ্ছিল তখনই গাড়িতে থেকে নায়িকা একটি ফুলের দোকান দেখতে পায়৷ সে সেখান থেকে ফুল নেওয়ার জন্য নামে৷ তার বাসর রাত সাজানোর জন্য । তখন সে গাড়ি থেকে নেমে যায়৷ সে ফুল কিনতে আরম্ভ করে৷ একইসাথে সে সবগুলো ফুল কিনে নেয়৷ সে বলে এত অল্প ফুল দিয়ে কিছুই হবে না৷ তার কাছে আর কোন
ফুল আছে কিনা৷ তখন সে বলে যে তার কাছে আর তেমন একটা ফুল নেই৷ এখন যা ফুল আছে তাই সে বিক্রি করে দিয়েছে৷ সে সবগুলো ফুল গাড়িতে উঠিয়ে নেয়। তখনই তাদেরকে জরুরি কাজে সেখান থেকে চলে যেতে বলে৷ তখন নায়িকা বলে যে তাদেরকে চলে যাওয়ার জন্য৷ নায়িকা তাদের টাকা দিয়ে দিবে৷ তখনই দোকানদারকে যখন নায়িকা টাকার কথা জিজ্ঞাসা করে তখন সে অনেক বেশি টাকা দাবি করে৷ তখন নায়িকা বলে মেয়ে মানুষ হয়েছে এজন্য তার থেকে বেশি টাকা দাবি করছে৷ এভাবে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে৷ একপর্যায়ে তারা নায়ককে ফোন করে৷ তখন নায়ক সেখানে আসে৷ তাদের টাকা দিয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়৷

Screenshot_20240416_111715_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এরপর নায়কের বাবা এবং মা রাতের বেলা যখন বাসায় আসে তখন নায়িকা সেখানে আসার পর নায়িকা তার বাসর ঘর সাজাতে শুরু করে৷ কিছুক্ষণ পরে সে তাদেরকে বলে যাতে করে বাইরে পিতা নিয়ে দাঁড়ায়৷ নায়ক আসার পর ভেতরে প্রবেশ করার জন্য গেইট ধরা হয়৷ এরপর তাদের ছেলে মনে না করে তার থেকে টাকা আদায় করা। এভাবে নায়কের মা এবং বাবা তার কাছ থেকে টাকা আদায় করে নেয়৷ নায়ক প্রথমে দিতে রাজি ছিল না এবং সে বলে যে তারা এরকম করছে কেন৷ তখন তারা ধমক দিয়ে বলে যে এটা করতেই হবে৷ তখন সে ফিতা কেটে নেয় এবং ভেতরে প্রবেশ করে৷ তার বাবাকে টাকা দিয়ে দেয়৷ এরপর তারা সেখান থেকে চলে যায়৷

Screenshot_20240416_111807_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এর পরদিন নায়ক এবং নায়িকা বাইরে খাওয়ার জন্য বের হয়৷ তখনই নায়িকা দেখতে পায় যে নায়কের শার্ট পুড়ে গিয়েছে৷ কারণ কিছুক্ষণ আগে নায়ক সেই শার্ট আয়রন করছিল৷ সে বুঝতে পারিনি যে এই শার্ট পুড়ে গিয়েছিল৷ তখন নায়িকা একেবারে চুপচাপ হয়ে যায়৷ সে কিছুই বুঝতে পারে না৷ তখন তারা দুজনে বাসা থেকে বের হয়ে যখন রেস্টুরেন্টে যায় তখন সেখানে দেখতে পায় যে তার শার্ট ছেড়া তখন নায়িকা তাকে তার শাড়ি দিয়ে ঘিরে রাখে৷ যাতে করে তার এই পোড়া না বোঝা যায়৷ এরপর তারা যখন রেস্টুরেন্টে গিয়ে বসে তখন রেস্টুরেন্টে সে লোকটি দেখে ফেলে যে তার শার্ট ছেড়া৷ নায়ককে সে এই বিষয়টি বলে দেয়৷ যখন এই বিষয়টি নায়ক দেখে তখন একেবারে রাগান্বিত হয়ে যায়। নায়িকাকে নিয়ে সে সেখান থেকে বের হয়ে চলে যায়৷

Screenshot_20240416_111913_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এরপর নায়ক তার বাবা মাকে বলে তাকে যেন বাড়ি থেকে বের করে দেয়৷ সে তার সাথে কোনভাবে থাকতে পারবে না৷ নায়িকাকে সেখানে ডেকে আনা হয়৷ সেই নায়িকাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ তখন নায়িকা তাকে বলে সে ভালোভাবে তার সেবা যত্ন করতে চায় যদি সে তা করতে না পারে তাহলে তার কি দোষ৷ সব কাজই সে ভালোভাবে করার অনেক চেষ্টা করে৷ কোনভাবেই তার এই কাজগুলো হয়ে ওঠে না৷ কোন না কোন ক্ষেত্রে তার ভুল হয়ে যায়৷ এবার সে বলে যে নায়কের জন্য তার অনেক কষ্ট হচ্ছে ৷ তাই নায়িকার অনেক কষ্ট হচ্ছে৷ তাই নায়িকা আর এই বাড়িতে থাকবে না৷ তখন সে বাড়ি থেকে বের হয়ে চলে যায়৷ তখন নায়িকার বাবা-মা বলে তাকে দাঁড়ানোর জন্য৷ তবে সে কোন মতে এই কথা শোনে না এবং সে সেখান থেকে চলে যায়।

Screenshot_20240416_111929_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এরপর সে আত্মহত্যা করার জন্য রেললাইন এর উপরে শুয়ে ছিল৷ তবে নায়ক সে বিষয়টি বুঝতে পেরেছে গিয়েছিল যে তার দ্বারা এতদিন কোন কাজ হয়নি আজকেও সে যদি কোথাও যায় , সেখানেও তার কোন কাজ হবে না৷ নায়ক খুঁজতে খুঁজতে অনেক জায়গায় খুঁজে৷ তখনই সে রেলওয়ে স্টেশনের দিকে যায়৷ তখন সে নায়িকাকে দেখে যে সে একটি রেল লাইনের উপরে শুয়ে রয়েছে৷ নায়িকা অনেক ভয়ে ছিল কখন তার উপর দিয়ে ট্রেন চলে যাবে৷ তবে ট্রেন চলে যাওয়ার পরেও নায়িকা সুস্থ ছিল৷ তখন নায়ক বলে, সে যে রেললাইনের উপরে শুয়েছে সে রেল লাইন দিয়ে ট্রেন কখন আসবে না৷ আজকে আত্মহত্যা করার সময়ও সে এই কাজটি করতে পারেনি৷ তখন তারা দুজনে সেখান থেকে চলে আসে।

Screenshot_20240416_112004_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এরপর নায়ক তার ভুল বুঝতে পারে। নায়ক বলে যে সে কোনভাবে আর নায়িকার কোন কাজের ভুল হলে সে রাগান্বিত হবে না। সে ভালোভাবে দেখিয়ে দিবে যাতে করে নায়িকা তার কাজগুলো করতে পারে৷ কাজ করার সময় যাতে করে কোন সমস্যা না হয় সে বিষয়ে খুব ভালোভাবে দেখবে৷ এভাবে তাদের মিল হয়ে যায় এবং এই নাটকটি খুব সুন্দর ভাবে শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত

খুবই সুন্দর একটি নাটক এটি। যখন আমি এই নাটকটি দেখ তখনই অনেক ভালো লাগে৷ নাটকটি দেখার পরে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ কারণ সবসময় এরকম নাটক দেখা যায় না৷ যখনই এই নাটকটি পুরোপুরি দেখে নিলাম তখন অনেক কিছুই জানতে পারলাম এবং অনেক কিছু শিখলাম। আসলে আমাদের জীবনে অনেক কিছুই ঘটে যাবে। এই অনেক কিছু ঘটে যাওয়া থেকে আমরা অনেকেই ভেঙে পড়ি। আবার অনেকে অনেক ধরনের সমস্যারও সম্মুখীন হয়ে যাই৷ তবে তা থেকে নিরসন হওয়াই আমাদের জীবনের মূল লক্ষ্য৷ কোনভাবেই কোন বিপদকে নিয়ে আমাদেরকে বসে থাকা উচিত না৷ সব সময় আমাদের উচিত যাতে করে সে বিপদকে কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি৷ এই বিপদ কাটিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলেই আমাদের জীবনের সফলতা৷ এই নাটকের মধ্যে কোন ধরনের কাজ করার ক্ষেত্রে তার ভুল হয়ে যেত এবং নায়ক সেই বিষয়টি পছন্দ করত না শেষ পর্যায়ে যখন নায়িকা সে বিষয়টি নায়ক বুঝতে পারে এবং সে বলে যে সে আর কোনোভাবেই নায়িকা কে একা একা কাজ করতে দিবে না এবং সেই নায়িকাকে সবসময় কাজে সাহায্য করবে এর পর থেকেই তাদের মিল হয় এবং এই নাটকটি শেষ হয়ে যায়

নাটকের লিংক ↓ ↓ ↓

Source

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Comments

Sort byBest