New to Nutbox?

লাইফ স্টাইল :- একদিন বিকালে নার্সারিতে কাটানো সুন্দর একটি মুহূর্ত।

16 comments

bdwomen
76
19 hours agoSteemit4 min read

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। বিশেষ করে ঘুরাঘুরি এবং খাওয়া-দাওয়ার পোস্টগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। তেমনই আজকে একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।

CollageMaker_20241225114716490.jpg

আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ টা কত বেশি সুন্দর সেটা আমরা না ঘুরলে বুঝতে পারি না। আসলে আমাদের আশেপাশের জিনিসগুলোই খুবই সুন্দর থাকে। আর আমি তো ফুল অনেক বেশি পছন্দ করি। যেকোন ধরনের ফুল গাছ আমার খুবই প্রিয়। আর নিজে থেকেও চেষ্টা করি ফুল গাছ লাগানোর জন্য। আমি তো আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন প্রচুর ফুল গাছ ছাদে এবং নিচে লাগাতাম। কারণ আমি স্বপ্ন দেখি আমার নিজেরও একটি ফুল বাগান একদিন না একদিন থাকবে। কিন্তু এখন তেমন আর ফুল গাছ লাগানো হয় না শশুর বাড়িতে।

IMG_20241207_132512.jpg

IMG_20241207_133346.jpg

IMG_20241207_133235.jpg

কিন্তু তাও মাঝেমধ্যে আমার বড় আপুকে কিছু ফুল গাছ কিনে দেই। কারণ বড় আপুদের বাড়ির চারপাশে প্রচুর ফুল গাছ আছে। আপু আমার মত ফুল গাছ খুব পছন্দ করে। সেজন্য ঐদিন বিকাল বেলা আমি আর বড় আপু নার্সারিতে গেলাম ফুল গাছ কেনার জন্য। আর কিছু সবজি গাছ কেনার জন্য। তাছাড়া ফুলের পাশাপাশি এখন শীতকাল তাই নার্সারি গুলোতে প্রচুর সবজি গাছ পাওয়া যাচ্ছে। আকাশের ছোট ছোট গাছগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো না নার্সারির। তারা একসাথে সবগুলো খুব সুন্দর করে লাইন দিয়ে সাজিয়ে রেখেছে।

IMG_20241207_133357.jpg

IMG_20241207_132911.jpg

আমি তো প্রথমে নার্সারিতে ঢুকেই এত সুন্দর গাছ দেখে অবাক হয়ে গেলাম। কারো নিজের পছন্দের কাজগুলো যখন দেখতে পাই তখন খুব ভালো লাগে। ঐদিন আমি তো প্রথমে নার্সারি পুরো চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই নার্সারি টা আমাদের দাগনভূঞা তে। তেমন বড় না ছোট্ট মধ্যেই এটি সুন্দর নার্সারি করেছে তারা। আমি তো আগে প্রায় ই মার্কেটে গেলে এই নার্সারিতে যেতাম ফুল গাছ দেখার জন্য। কিন্তু এবার অনেকদিন হয়ে গিয়েছে নার্সারিতে যাওয়া হয়নি। তাই ঐদিন আপু বলার সাথে সাথেই এক কথায় রাজি হয়ে গেলাম আপুর সাথে যাওয়ার জন্য।

IMG_20241207_133444.jpg

IMG_20241207_133454.jpg

আমরা প্রথমে চারপাশ ঘুরে ঘুরে দেখলাম কি কি গাছ আছে। চারপাশটা খুবই সুন্দর ছিল তাই আমি কিছু ছবি তুলে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কারণ যে কোন জায়গায় ঘুরতে গেলে সেই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার না করলে কেন জানি এখন ভালো লাগে না আর। যাইহোক তারপর আমরা ঘুরাঘুরি করার পরে কয়েকটি ফুল গাছ এবং কিছু সবজি গাছ কিনে নিলাম। কারণ এখন শীতকাল চারিদিকে সবজির ছড়াছড়ি। বাজার থেকে যতই সবজি কিনে খাই নিজে না চাষ করলে তেমন ভালো লাগেনা।

IMG_20241207_133501.jpg

IMG_20241207_132806.jpg

তাই কিছু বেগুন গাছ মরিচ গাছ আরো কয়েকটি গাছ নিজেদের জন্য কিনে নিলাম। কয়েকটি ফুল গাছ আমি আপুকে কিনে দিয়েছি। কারণ নিজে না লাগাতে পারলেও আমার কাছে ফুল গাছগুলো ভীষণ ভালো লাগলো। তারপর আমার শ্বশুর বাড়িতে লাগানোর জন্য আমি কিছু সবজি গাছ কিনেছিলাম। কয়েকটি সবজি গাছ আপুকে ও কিনে দিয়েছিলাম। এভাবে বেশ সুন্দর করে ঘুরাঘুরি এবং গাছ কিনে আমরা বাড়িতে চলে আসলাম। যাইহোক গাছগুলো কিনতে পেরে বেশ ভালো লাগলো। আশা করি আমার এই পোস্টটি দেখে আপনাদেরও ভীষণ ভালো লাগবে।

IMG_20241207_132520.jpg

IMG_20241207_132518.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Comments

Sort byBest