স্বরচিত কবিতা "বিজয় দিবস"||
7 comments
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "বিজয় দিবস"।
কবিতার পিছনের গল্প
কবিতার মূলভাব হলো বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য ও চেতনা। এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, এবং স্বাধীনতার গৌরবময় অর্জনকে তুলে ধরে।
লাল সবুজের প্রান্তরে আজ
এক অন্যরকম সকাল।
নদীর জলে মিশে থাকা
শ্যামলিমার প্রতিফলনে
ভেসে ওঠে সেই দিনের কথা—
যেদিন বায়ান্নের শহীদদের
রক্তে ভেজা ভূমি থেকে
সত্তরের ঝড়ো হাওয়ায়
তিরিশ লাখ প্রাণের আর্তনাদ ছুঁয়ে গিয়েছিল বাংলার আকাশ।
আজ বিজয় দিবস।
স্বাধীনতার গৌরবে ছেয়ে
থাকা এক চেতনার দিন।
পতাকার লাল অংশে জ্বলছে
মুক্তিযোদ্ধার রক্তের দীপ্তি,
সবুজ অংশে রচিত এক অনন্ত শান্তির বার্তা।
এ বিজয় এক প্রতিজ্ঞা—
শোষিতের মুক্তি, বঞ্চিতের অধিকার।
রক্ত ঝরেছে যেন এ মাটি কারো করতলে না বন্দী হয়,
এ গগন যেন কারো শাসনে না বাঁধা পড়ে।
আজ আমাদের দায়িত্ব—
শহীদের স্বপ্নের বাংলাকে এগিয়ে নেওয়া।
জন্মভূমির প্রতিটি ধূলিকণা, প্রতিটি নদীর ধারা,
এবং মানুষের হাসি যেন লাল-সবুজের ছায়ায় বেঁচে থাকে।
তাই বিজয়ের এই দিনে শপথ নিক সকলে—
স্বাধীনতার গল্প শুধু বইয়ের পাতায় নয়,
পথের ধুলায়, হৃদয়ের স্পন্দনে, কাজের প্রতিটি শিরায় শিরায় জ্বলবে।
তাহলেই হয়তো মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে,
আমাদের বিজয়ের ইতিহাস পাবে চিরন্তন জীবন।
লাল-সবুজে রক্তের দাগ মুছে যাবে না,
মুছে যাবে না সেই ১৬ ডিসেম্বরের সূর্যোদয়।
এ বিজয়, এ অহংকার, এ আমাদের বাংলাদেশ।
আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Comments