স্বরচিত কবিতা: বন্ধুত্বের আলো।
7 comments
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
রোজ বুধবার ।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে ঠান্ডা জনিত কারণে সর্দি এবং সাথে শুকনা কাশি। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। যেকোনো কাজ করতে গেলে অল্প সময়ের ভিতর এই দম লেগে যাচ্ছে। তাছাড়া একটু বেশি কসম করলে শরীরের ভেতর কেমন যেন অশান্তি ভাব লাগছে। যার কারণে এই দুইদিন ঠিকমত কাজও করতে পারিনি।
যাই হোক আজকে আমি আপনাদের মাঝে একটি আমার লেখা কবিতা শেয়ার করবো। কবিতা লিখতে আমার কাছে বেশ ভালই লাগে। তবে এই কবিতা লেখার অভ্যাসটা দু-একদিনেই গড়ে ওঠেনি দীর্ঘদিন ধরে আমার বাংলা ব্লগ প্লাটফর্মে কাজ করার মাধ্যমে কবিতা লেখা অভ্যাস হয়ে উঠেছে। আজকে আমি বন্ধুকে নিয়ে একটি কবিতা শেয়ার করব আশা করি আমার প্রতি আপনাদের কাছে ভালোই লাগবে।
তোমার সাথে শুরু দিনের প্রথম কথা,
মনের খোলা জানালা, সুরেলা ব্যথা।
তুমি আছো বলেই পথটা সহজ হয়,
তোমার স্পর্শে মন খুঁজে পায় নতুন জয়।
হাসির শব্দে মুছে যায় সব কান্না,
তোমার পাশে যেন সময় থমকে থাকে সজীব ধ্বনা।
ঝড় উঠুক, নামুক অঝোর বৃষ্টি,
তোমার বন্ধুত্বই আমার চিরকালীন তৃষ্ণা।
তুমি যখন পাশে, গাছ হয়ে দাঁড়াও,
তোমার ছায়ায় সব ক্লান্তি আমি লুকাই।
তোমার চোখের দীপ্তি দেয় আলোর সন্ধান,
তোমার মতো বন্ধু জীবনকে করে মহীয়ান।
দিনের শেষে যদি হারিয়ে যাই ঘোরে,
তোমার ডাকে ফিরে আসি আলোর দ্বারে।
তাই বন্ধুর নামেই উৎসর্গ এ গান,
তোমার সাথেই হোক জীবনের শেষ অধিবাস।
সমাপ্ত
পোস্টের বিষয় | স্বরচিত কবিতা |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Comments