New to Nutbox?

শারদীয়া কনটেস্ট ১৪৩১✌️(নবমী ও বিজয়া দশমীর ফটোগ্রাফি)✌️

5 comments

ashik333
70
2 months agoSteemit3 min read

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে আমাদের দাদার কনটেস্ট শারদীয় পুজার ফটোগ্রাফি এবং ঘুরাঘুরি শেয়ার।আমি এই প্রতিযোগিতায় ২০২২ সালে অংশ নিয়েছিলাম একবার গত বছর এই কন্টেস্ট হয়নি তাই অংশ নিতে পারিনি এবার আবারো নিলাম।


বন্ধুরা আজ শেয়ার করবো নবমী এবং বিজয়া দশমির কিছু ফটোগ্রাফি। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ব্লগটা।


নবমী

IMG_20241104_000623.jpg

বন্ধুরা এটা হলো আমাদের পাশের গ্রামের একটি মন্দির এর ছবি।এটা ঘোষপারা মন্দির।আমাদের এদিকে পারিবারিক মন্দির গুলো বেশি।যেমন ঘোষ অয়ারা মন্দির, কুন্ডু পারা মন্দির এমন অনেক মন্দির এখানে রয়েছে সবাই পারিবারিক ভাবে পালন করে।


IMG_20241104_000508.jpg

IMG_20241104_000543.jpg

আমরা সন্ধার পরে সেখানে ঘুরতে গিয়েছিলাম বেশ মজা করেছিলাম বন্ধুদের সাথে উপরে চিত্রে দেখানো হলো মন্দির এবং প্রতিমা।

শুভনবমী
লোকেশনhttp://maps.app.goo.gl/bSoVBrj791UsNve2A
ডিভাইসoppo A60
দেশকুষ্টিয়া, বাংলাদেশ
সময়১১ অক্টোবর সন্ধ্যা

বিজয়া দশমি

1000056118.jpg

1000056056.jpg

মেলার জিলাপি মেলায় গেলে আমি জিলাপি দেখলে লোভ সামলাতে পারিনা

বিজয়াদশমি
তারিখ১২ অক্টোবর
ডিভাইসঅপু এ৬০

বন্ধুরা বিজয়া দশমিতে আমাদের এখানে বেশ জমকালো আয়োজন করে নদীর ধারে ইকো পার্ক সংলগ্ন জায়গাতে বড় করে মেলার আয়োজন করা হয়ে থাকে।


1000056160.jpg

1000055980.jpg

1000056143.jpg

মেলায় আগত জনসাধারণ

বিজয়াদশমি
তারিখ১২ অক্টোবর
ডিভাইসঅপু এ৬০

1000056019.jpg

1000056055.jpg

মেলায় আশা কসমেটিক দোকান থেকে দুইটা পুতুল ক্লিপ এর ছবি

বিজয়াদশমি
তারিখ১২ অক্টোবর
ডিভাইসঅপু এ৬০

1000055981.jpg

1000056059.jpg

রঙিন কাগজ দিয়ে বানানো ফুল মেলায় বিক্রি হচ্ছে

বিজয়াদশমি
তারিখ১২ অক্টোবর
ডিভাইসঅপু এ৬০

1000055937.jpg

1000056020.jpg

রাস্তার দুই ধার দিয়ে মেলার দোকান গুলো বসেছে এটা মেলার অতি পরিচিত একটা দৃশ্য

বিজয়াদশমি
তারিখ১২ অক্টোবর
ডিভাইসঅপু এ৬০

সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে আমরাও সেখানে ঘুরতে গিয়েছিলাম এবং অনেক মজা করেছিলাম সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো।

এই মেলা বহুদিন হতে হয়ে আসছে এখানে অনেক পুরাতন বলতে পারেন।এরকম আরো একটা মেলা লাগে এই জায়গাটার পাশেই সেখানেও অনেক পুরাতন মেলা হয় এবং সেটা পারিবারিক ভাবে।

শুভদশমী
ডিভাইসoppo A60
দেশকুষ্টিয়া, বাংলাদেশ
সময়১২ অক্টোবর সন্ধ্যা

বন্ধুরা ছবিতে সব কিছু শেয়ার করা আছে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Comments

Sort byBest