New to Nutbox?

অমানুষ👺

1 comment

ashik333
70
6 days agoSteemit2 min read

হেলো বন্ধুরা

1000062818.jpg

এখান থেকে


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে চলুন তাহলে শুরু করি।


আজ সকাল থেকেই মনটক কেমন খারাপ খারাও লাগছে ফেচবুক স্ক্রোল করতে করতে।চারিদিকে মৃত্যু আর মৃত্যু।কে কিভাবে মারা যাচ্ছে ঠিক নেই।গত কাল নিউজে পেলাম একটা বাচ্চাকে কিছু মানুষ মেরে পুতে রেখেছিল।মানে কোন জায়গা পোছে গেছি আমরা।যে যাকে পারছে মারছে কেনো।মারছে তার কোনো কারন নেই।

আজ ১২ নভেম্বর অনেক গুলো খুনের রিপোর্ট দেখলাম।বেশির ভাগ ছিল প্রেম ঘটিত। কয়েকদিন আগে মানিকগঞ্জ যতোসম্ভব সেখানে একটা ছেলেকে মেয়ে প্রেমের প্রস্তাব দিলে ছেলে রাজি হয়না ফলে মেয়ে ছেলেটাকে তুলে নিয়ে যায় কিছুদিন পরে নিউজ আসলো ছেলেটা আর নেই।

আবার আজ দেখি সুমন নামের একটা ছেলে প্রেমিকাকে বিয়ের উদেশ্য বাসা থেকে বের হলে প্রেমিকার অন্য বয়ফ্রেন্ড আর প্রেমিকা মিলে ছেলেটাকে মেরে উঠানে পুতে রাখছে। মানুষকে মানুষ মারতেও দিধা করছে না কোন জামানায় এসেছি।


সব থেকে রিদয় বিদারক ঘটনা টা ছিলো একটা ছেলে ৫০০ টাকার জন্য মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে সেই ছেলেই আবার নাটক সাজিয়েছে যে তাদের বাসায় ডাকাতি হয়েছে তার মাকে মেরে রেখে গেছে।হাই খোদা কোন জামায় এসে গেছি চিন্তা করা যায়।আমরা প্রতি নিয়ত আমাদের মানুষত্বকে বিক্রিত করে ফেলছি।

আমাদের মায়া মহব্বত সব জেনো হারিয়ে যাচ্ছে নিজের ভেতরের মানুষ কে আমরা পশু বানিয়ে ফেলেছি।তাইতো কোনো এক কবি বলেছিলেন।পশুর পেট থেকে জন্ম নিলেই সেটা পশু হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই সেটা মানুষ হয়না।তাকে মানুষ বানাতে হয় কথা টা আসলেই সঠি।আমরা নিজেদের কে মানুষ বানাতে পারছি না



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Comments

Sort byBest