New to Nutbox?

দুই দেশের মধ্যকার সম্পর্ক অটুট থাকুক।

4 comments

arafat-hasan6
57
22 days agoSteemit2 min read
আসসালামুয়ালাইকুম / আদাব

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনেকদিন যাবৎ অনুপস্থিত থাকার পর আজ থেকে আবার নিয়মিত পোস্ট করবো। ফ্যামিলি কারণে এবং নানান ঝামেলার কারণে মানসিক ভাবে কিছুটা বিকারগ্রস্থ ছিলাম, মানসিক ভাবে ভালো না থাকলে কোন কিছুতেই মন বসে না। যাই হোক অনেক ঝামেলা পার করে মানসিকভাবে ঠিক হয়েছি।আজকে অনেকদিন পর আপনাদের মাঝে কোন পোস্ট নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

1000017916.png

বর্তমানে বাংলাদেশ ভারত পরিস্থিতি কিছুটা খুব একটা ভালো নেই। বাংলাদেশের কিছু কিছু জায়গায় এবং ভারতের কিছু কিছু জায়গায় দেখছি পরিস্থিতি ভালো নেই।এই কাজের জন্য দেশের সব মানুষজন দায়ী নয়।সব দেশেই কিছু কিছু মানুষ থেকেই, যাদের কাজ হলো এক দেশের সাথে আর এক দেশের সম্পর্ক নষ্ট করা। বর্তমানে কিছুটা এমন হচ্ছে।কিছু কিছু মানুষ তাদের নিজেদের ভালোর জন্য এবং কিছু মানুষের উস্কানিতে দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। যা খুবই ন্যাক্কার জনক। তাদের জন্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে ফাটল ধরছে।কিছু কিছু মানুষ অন্য দেশের জাতীয় পতাকা অবমাননা করছে।যা মোটেও ভালো নয়।কোন দেশের জাতীয় পতাকা অবমাননা করা খুবই জঘণ্য কাজ।

তবে দুই দেশের মাঝে বিভাদ সৃষ্টি করে কিছু কুচক্রী মহল তাদের নিজের ফায়দা করে নিচ্ছে। যেহেতু ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ , আমাদের সব সময় নিজেদের মাঝে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত। দুই দেশের মানুষের মাঝে যেনো কিছু কুচক্রী মহলের দ্বারা কোনো ভিবেদের সৃষ্টি না হয় তা আমাদের সবার নজর দেয়া উচিৎ। কোন কারণে দুই দেশের মধ্যকার সম্পর্কের ফাটল না ধরে তা আমাদের সবার চেষ্টা করা উচিত। সবাই সবার জায়গা থেকে প্রত্যেক দেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।

সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো। সকলে সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমরা সকলেই সকল দেশের প্রতি শ্রদ্ধাশীল হই।

44bfe4b3-34ef-4ca1--ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Comments

Sort byBest