ফটোগ্ৰাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি দিয়ে একটি অ্যালবাম
20 comments
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব।আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত রঙ্গনফুলের ফটোগ্রাফি।এই ফুলের আরেক নাম হচ্ছে রক্সিনী।রঙ্গনফুল শোভাবর্ধনকারী ফুল হিসেবে অতি জনপ্রিয়। এই ফুলকে অনেক জায়গায় দেখা যায় বিশেষ করে স্কুল,কলেজ, ভার্সিটিতে বেশি দেখতে পাওয়া যায়। আমি মূলত এই ফটোগ্ৰাফিটি করেছিলাম আমাদের কলেজ থেকে।
আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত একজন হকারের দোকানের ঔষধের ফটোগ্ৰাফি। সেখানে ছিল প্রায় সাত রকম রোগের ঔষধ। তিনি মাইকিং করে বিক্রি করছিল। আমি হঠাৎ একদিন রাতের বেলা বাজারে গিয়েছিলাম আজ থেকে প্রায় সাত আটদিন আগের কথা।ঐ দিন বাজারে ঢুকেই দেখি এক জায়গায় অনেক লোক জড়ো হয়েছে আমি সেখানে গিয়ে দেখতে পেলাম একজন হকার ঔষধ বিক্রি করছে আর বাকি লোকেরা অনেকেই তা কিনতেছে। আমি মূলত রাতের বেলা এই ফটোগ্ৰাফিটি করেছিলাম।
আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত মুরগির ফটোগ্ৰাফি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখতাম সকালবেলা একদল মুরগির ব্যবসায়ী রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বেল বাজিয়ে বাজিয়ে মুরগি কিনতো আবার বিক্রিও করতো। এখন আর আগের মতো এই ধরনের মুরগি ব্যবসায়ীদের দেখায় যায় না বল্লেই চলে। কিন্তু কালকে হঠাৎ আমি একজনকে দেখলাম যে মুরগি কেনার জন্য আসছে। আমি মূলত রাস্তায় দেখেই এই ফটোগ্ৰাফিটি করেছিলাম। আপনাদের মাঝে শেয়ার করবো এই জন্য।
আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত আকাশমণি ফুলের ফটোগ্ৰাফি। আকাশমণি ফুলগুলো হলুদ রঙের হয় তাই দেখতে বেশ ভালোই লাগে। আকাশমণি গাছের কাঠ খুব শক্তিশালী হয় । তাই অনেকেই অনেক কিছু তৈরি করে থাকেন এই আকাশমণি গাছের কাঠ দিয়ে।এই গাছটি ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আমি এই ফটোগ্ৰাফিটি করেছিলাম আমাদের আখিরার নদীর ব্রিজে।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
Comments