New to Nutbox?

My weekly report (Senior Moderator & Head- Discord)|| 18th April 2024||

4 comments

piya3
73
16 days agoSteemit3 min read

নমস্কার বন্ধুরা,
বন্ধুরা কেমন আছেন সবাই? আবারো দুর্দান্ত একটি সপ্তাহ অতিবাহিত করলাম আপনাদের সাথে। তবে বিগত সপ্তাহে অনেক বেশি ব্যস্ততায় সময় অতিবাহিত করতে হয়েছে। যে কারণে মঙ্গলবার আমি আমার সাপ্তাহিক প্রতিবেদন লিখতে পারিনি।

তাহলে এখন জেনে নেওয়া যাক, আমার বিগত সপ্তাহের সকল কার্যক্রম। আশা করি আমার সকল কাজ সম্পর্কিত তথ্য আপনারা এই লেখা থেকে জানতে পারবেন।

Post verification

IMG_20240418_135601.jpg

➡️ বিগত সপ্তাহে কতগুলো পোস্ট যাচাই করেছি এটার সঠিক হিসাব আমার কাছে নেই। কারণ এতটাই পোস্টের চাপ ছিল যে লেখার সময় ও পাইনি। আমি প্রথমেই জেনারেল একটি পোস্টের ছবি দিয়েছি। পূর্বের মতো জেনারেল পোস্ট প্রতিদিন পড়ছে আর সেগুলো আমি সহ অন্যান্য মডারেটরেরা ভেরিভাই ও করছেন।

➡️ জেনারেল হোক বা কনটেস্ট আমরা প্রতিটি পোস্ট সূক্ষ্মভাবে চেক করে তবেই যাচাইকরণ করি। আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে আমাদের কমিউনিটিতে পোস্ট স্বল্প সমূহের মধ্যে ভেরিফাই করা হয়।

photo source

IMG_20240418_140049.jpg

➡️ একটি পোস্ট ভেরিফিকেশন করতে হলে format এর প্রত্যেকটি ক্রাইটেরিয়া চেক করতে হয়। আমি সহ আমাদের এখানের সকলেই খুবই সক্রিয় এবং মনোযোগী। কারণ আমাদের সঠিক পোস্ট যাচাইকরন নিজেদের কাজের প্রতিচ্ছবি এবং নতুনদের জন্য দিকনির্দেশনা ও বটে।

➡️ এই স্টিমিয়ানের পোস্টে আমি ফরমেট ব্যবহার না করে জেনারেল কমেন্ট করেছিলাম। আমার উদ্দেশ্য ভুল ধরা ছিল না বরং আমার উদ্দেশ্য ছিল ছবির ব্যবহার সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দেওয়া। এমনকি আপনারা এই ছবিতেই দেখুন আমার উদ্দেশ্য সফল হয়েছে। কারণ এই স্টিমিয়ান আমার মন্তব্যের উত্তর দিয়েছেন এবং সংশোধন করে দিয়েছিলেন ছবি।

Re-check and verification

IMG_20240418_140817.jpg

➡️ আমি এবং আমরা শুধুমাত্র স্টিমিয়ানদের দের ভুল পরিদর্শন করি না বরং সঠিক দিক নির্দেশনা দিতে পছন্দ করি। যেটার প্রতিফলন আপনারা উপরে উল্লেখিত ছবিটিতেই দেখতে পারছেন। কারণ এই steemian যখন নিজের পোস্ট সম্পাদনা করে দিয়েছিলেন তখন আমি পুনরায় format ব্যবহার করে পোস্টটি ভেরিফিকেশন করেছিলাম।

Photo source

IMG_20240418_141549.jpg

➡️চ্যালেঞ্জ পোস্ট যাচাই করার সময় যে সমস্যা হচ্ছে সেটা হল ছবি। নতুন কিংবা পুরাতন অনেক স্টিমিয়ানের ছবিতেই সমস্যা দেখা যাচ্ছে। হয়তো কারো উৎস উল্লেখ করা সঠিক হয়নি আবার কারো কপিরাইট ছবি ইত্যাদি।

➡️ কপিরাইট ফ্রি- অসংখ্য সাইট রয়েছে তবে সেটার ব্যবহার সঠিক জানাটা সর্বাগ্রে দরকার। আমি নিজেই ২টি টিউটোরিয়াল পোস্ট করেছিলাম ছবি সংক্রান্ত। আশা করি, এই লেখা দুটি আপনাদের জন্য অনেক ফলপ্রসু হবে।

Tutorial Post

👇👇

By piya3TitleThumbnail
1.How to take and use copyright free photos from Google//Tutorial
2.How to take & use copyright free photos from free sites. Part-2//Tutorial.

➡️এই পোস্ট দুটি বিগত সপ্তাহের না। কিন্তু এই পোস্টে উপস্থাপন করা বিষয়টি নতুন এবং পুরনো সকলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সকলের হিতার্থেই এটি আজ উপস্থাপন করছি।

➡️ আমি নিজের কাজ গুলো যথার্থভাবে করার চেষ্টা করেছি এবং সেগুলোই উপরোল্লেখিত লেখাতে তুলে ধরেছি। পাশাপাশি সকলকে অনুরোধ করব নিজে কাজের প্রতি আরো বেশি মনোযোগী এবং যত্নশীল হতে।

Hash tag

IMG_20240418_142229.jpg

➡️ আমার আরো একটি দায়িত্ব রয়েছে ভেরিফিকেশন করা পোস্টগুলো পুনরায় চেক করা। অনুরূপভাবে, বিগত সপ্তাহে এরকম একটি সমস্যা আমার সামনে এসেছিল। আমি তাৎক্ষণিকভাবে মন্তব্যের মাধ্যম তথ্যটি স্টিমিয়ানকে অবগত করেছিলেন।

➡️ burnsteem25 hash tag সেই পোস্টটি ব্যবহার করা যায় যেখানে 25% null এ বেনিফিসিয়ারি সেট করা হয়। কিন্তু বেনিফিসিয়ারি সেট না করে ব্যবহার করাটা রীতিমতো অপরাধ। পাশাপাশি বানানের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।

Discord

IMG_20240418_143804.jpg

➡️এতো ব্যস্ততার মাঝেও text and voice ডিসকর্ড আলোচনা তো রয়েছেই। আমাদের কমিউনিটিতে থাকা সকল সদস্যদের জন্য এটা অনেক বড় সুযোগ। পাশাপাশি, যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং হবে তাদের জন্য ও একই সুবিধা। এখানে আপনাদের সকলের প্রশ্ন করা এবং সেইটার উত্তর পাওয়ার সুযোগ রয়েছে।

আমার সাপ্তাহিক প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Regards
@piya3 (Senior Moderator)
Incredible India

Discord Twitter Telegram Instagram

Comments

Sort byBest