New to Nutbox?

গ্রীনলিফের নতুন চারা করার সহজ পদ্ধতি

1 comment

mukitsalafi
67
last monthSteemit3 min read

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন?


আজকে একটি ব্যতিক্রমী লেখা নিয়ে হাজির হলাম। বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে হয়তো আপনাদের সকলেরই জানা। পুরো ৬ টা দিন এদেশের মানুষ যে কিভাবে কাটিয়েছে তা আসলে বলে বোঝানো যাবে না। আমার সময় গুলো খুব কষ্টে কেটেছে। এত কষ্টের মধ্যেও আমার বাসার ছোট বেলকনির গাছ গুলো শুধু আমাকে যা মানসিক প্রশান্তির যোগান দিয়েছে । আজকে আমার বেলকনির গ্রীনলিফ গাছের লতা থেকে কিভাবে নতুন চারা করেছি সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করি আপনাদের উপকারে আসবে, বিশেষ করে যারা শখের বসে বাগান করতে ভালো বাসেন তাদের জন্যে আজকের এই পোস্ট ।

20240717_182033.jpg

বারান্দার গ্রীনলিফ গাছ

গ্রীনলিফের লতা থেকে নতুন চারা করার পদ্ধতি :

আমি পুরো পদ্ধতি কয়েকটি ধাপে ধাপে দেখাবো, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে, এবং যে কেউ সহজে এই পদ্ধতি অনুসরণ করে গ্রীনলিফের লতা থেকে চারা তৈরি করতে পারবেন।

ধাপ - ১ :

20240717_113623.jpg

প্রথমেই গ্রীনলিফ গাছের পুরনো শোক্তপোক্ত কয়েকটি লতা ধারালো ছুরি বা কাচি দিয়ে কেটে নিতে হবে। এবার সেটিকে ছোট ছোট খন্ডে ভাগ করে নিতে হবে। আপ্নারা নিচের ছবি ফলো করতে পারেন।

20240717_113813.jpg

ধাপ - ২ :


এখন দরকার পড়বে নারিকেলের ছোবড়া বা খোসার। নারিকেলের খোসাকে বাগানীদের ভাষায় বলা হয় কোকোচিপ। নিচের ছবির মত করে কোকোচিপ বানিয়ে নিতে হবে। একদম খুব ই সহজ একটা ব্যাপার।

20240717_113552.jpg20240717_113820.jpg

ধাপ - ৩ :

এবার কোকো চিপের ভেতরে গ্রীনলিফের লতা গুলো, যেগুলো আমরা আগেই কেটে নিয়েছি সেগুলোর মোটা অংশ ভেতরে পুরে দিয়ে ডগার অংশ বের করে রাখবো।

20240717_114216.jpg

ধাপ - ৪ :

আমাদের চারা তৈরির কাজ প্রায় শেষ। এখন একটি টবে অল্প কিছু মাটি, ভারমি কম্পোস্ট সার ও নারিকেলের ছোবরা দিয়ে এই নতুন চারা গুলো টবে বসিয়ে দিবো। ছায়া যুক্ত স্থানে রেখে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পানি স্প্রে করে দিবো। ১০-১৫ দিনের মধ্যে এগুলো সেট হয়ে যাবে এবং শেকড় গজাবে।

20240717_114509.jpg

এই পদ্ধতিতে এর আগেও আমি বেশ কিছু চারা করেছিলাম, এখন সেগুলো আর চারা নেই, রীতিমতো ঝোপালো গাছে পরিণত হয়েছে। চলুন দেখে আসি সেগুলো এখন কেমন হয়েছে।

20240717_182050.jpg
20240717_182139.jpg

গ্রীনলিফ এর তেমন যত্ন লাগে না, একবার টবে সেট হইয়ে গেলে খুব দ্রুত ঝোপালো হয়,ইনডোর প্ল্যান্ট হলেও মাঝে মাঝে রোদে দিতে হয়। তবে এতে নিয়ম করে পানি স্প্রে করতে হয়। পানি এর জীবন। তো এই ছিল আমার আজকের গ্রীনলিফের নতুন চারা করার পদ্ধতি নিয়ে লেখা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।

পোস্ট বিবরণ

ডিভাইসSamsung M31
ফটোগ্রাফার@mukitsalafi
লোকেশনঢাকা

Comments

Sort byBest