কক্সবাজার ভ্রমন স্মৃতি - পর্ব ০২ - কক্সবাজারের পথে
0 comments
"কক্সবাজারের পথে"
রাত ৯.৩০ মিনিটের মধ্যে সবাই বাস কাউন্টারে জমা হয়ে গেলাম। সবাই একসাথে কত দিন পর। একটা আনন্দ যেন সবার মনের মধ্যে ঘিরে আছে। এর মধ্যে গিন্নি আমাকে ডেকে বলল "কিছু বিস্কিট, চিপস, চকলেট নিয়ে নাও"। দোকানের দিকে গিয়ে কিছু চিপস, বিস্কিট ও চকলেট নিয়ে নিলাম। আমাদের বাসের সময় রাত দশটা। বাস আসতে আরো দশ মিনিট বাকি। আমরা ভাইয়েরা মিলে গল্প করতে লাগলাম। অনেকদিন পর একসাথে সবাই। একটা সেলফিও নিলাম একসাথে।
ঠিক দশটা পাঁচ মিনিটে আমাদের বাস এসে পৌঁছালো। মোট ৫ ফ্যামিলি যাচ্ছি, লাগেজ ব্যাগ অনেক। মহিলা ও বাচ্চাদেরকে বাসে উঠিয়ে দিয়ে আমরা ব্যাগগুলো বাসের সঠিক জায়গায় রেখে বাসে উঠে গেলাম। আগেই বলেছি স্লিপিং কোচ বাস। আমার ও গিন্নির সেটটা ছিল উপরের তলায়।
উঠে সব কিছু গুছিয়ে সুন্দর মত বসে গেলাম। জানালার পাশে আমি বসলাম। কম্বলটা গায়ে জড়িয়ে শুয়ে পড়লাম। বাস চলছে। চোখে আমার কক্সবাজার সৈকতের নীল পানি আর ঢেউ ভাসছে। অপেক্ষা কখন যে ওই ঢেউয়ের মাঝে দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে নিজেকে ভাসিয়ে দিব।
চলবে...
Sajeeb
Comments