New to Nutbox?

নীলকন্ঠ ফুল গুলো যেন বাড়ির পরিবেশের অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তোলে ।। My Dream Photography no-10

5 comments

tanvirahammad
67
last monthSteemit2 min read

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বিকেলের দিকে রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটি বাড়ির কোনায় বেগুনি রঙের ফুল দেখতে পাই।

IMG20240725064712.jpg

আমার ক্যামেরায় ধারণ করা ফুলটির নাম হল নীলকন্ঠ ফুল। এটি বেগুনি ছাড়াও সাদা নীল রঙের হয়ে থাকে। এর পাপরি গুলো কমল হয়ে থাকে। এই ফুল গুলো অনেক বেশি সুন্দর হয়।সবুজ গাছে বেগুনি রঙের ফুল ফুটলে দেখতে অনেক সুন্দর লাগে। এমন পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যায়। এটি লতা জাতিয় গাছ। বাঁশের কুন্চি বা গাছের ডালার ভিতর পেচিয়ে থাকে।

IMG20240725064726.jpg

বিকেলের মৃধ বাতাশে গাছে ফুটে থাকা ফুল গুলে যখন দুলতে থাকে, তখন দেখতে অনেক ভলো লাগে। বাড়ির আঙিনায় এমন ফুল গাছ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। তাই বাড়ির আশপাশে জাইগা থাকলে এমন ফুল গাছ লাগিয়ে রাখতে পারলে দেখতে অনেক সুন্দর লাগবে।

IMG20240725064825.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
মাঠে
প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্ত। অন্য কোনদিন নতুন কোন বিষয়ের ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ

Comments

Sort byBest