New to Nutbox?

পেন্টাস বা মিশরীয় তারকা একটি চমৎকার ফুল।।

0 comments

tanvirahammad
69
2 days agoSteemit2 min read

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

পেন্টাস বা মিশরীয় তারকা একটি চমৎকার ফুল। এই ফুলটা আফ্রিকা অঞ্চলে বেশ পাওয়া যায়। এতে আফ্রিকার অঞ্চলের অন্যতম একটি সেরা ফুল। বিশেষ করে মিশরে এই ফুলটির জনপ্রিয়তা সবথেকে বেশি। আমাদের দেশেও এই ফুলটি অনেক দেখা যায়। বছরে প্রায় সময় এই ফলটি গাছে ধরে। এটি আলো বাতাস পেলে বেড়ে ওঠে।

IMG20240904172958.jpg

শীতকালীন মৌসুমে দেখা যায়, বায়ুর আদ্রতা কম থাকার কারণে এই ফুলটির নিঃশ্বাস হয়ে যায়। তবে সে চলে যাওয়ার সাথে সাথে এই ফলটি আবারও গাছে ধরে। এর গাছের অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হয় না। যার ফলে এই ফুলের জন্য অত্যাধিক সময় ব্যয় করা লাগে না।

IMG20240904172959.jpg

এই ফুলটি দেখতে অনেক সুন্দর। ছোট ছোট ফুলের করা গুলো এক ঝাক থোকার মতন হয়ে ফোটে থাকে। সেজন্য এই ফুলগুলো দেখলে অনেক ভালো লাগে। এই ফুলের রংটা অনেক উজ্জল। যার ফলে ফুলপ্রেমীদের দৃষ্টি তার দিকে আকর্ষণ করে।

IMG20240904173004_01.jpg

এটি আফ্রিকা অঞ্চলের উদ্ভিদ হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে পেন্টাস। তবে আমাদের দেশে অনেকে এই নামটি জানেনা। এটি হলো এই ফুলের বৈজ্ঞানিক নাম।

IMG20240904172959_01.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
প্রায় সময় আমি ফুলবাগানের পাশ দিয়ে বাড়িতে যাই। তখন এই ফুলটি আমার চোখে পড়ে। অনেকদিন ধরে ভাবতেছি এই ফুলটি নিয়ে আপনাদের সামনে একটি আর্টিকেল উপস্থাপন করব। তারই প্রেক্ষিতে আজ আমি আপনাদের সামনে এই ফুলটি সম্পর্কে বর্ণনা করে গেলাম।

ধন্যবাদ।।

Comments

Sort byBest