হঠাৎ করেই গুলসান শাহাবুদ্দিন পার্কে ঘুরতে যাওয়া।।
0 comments
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
১৫ ডিসেম্বর ছিল আমাদের শেষ ক্লাস। ২০২৪ সালের ক্লাসের সমাপ্তি ঘটে ঐদিন। এরপরে আমাদের দীর্ঘ ছুটি। ছুটিতে সবাই নিজ নিজ এলাকায় ঘুরতে যাবে এটাই স্বাভাবিক। কেন না দেশের বিভিন্ন দূর-দূরান্ত থেকে অনেকে ছুটে এসেছে এখানে, এখন তাদের বাড়ি যাওয়ার পালা। লম্বা ছুটিতে সবাই বাড়িতে সুন্দর সময় উপভোগ করবে। তবে এ অল্প কয়েকদিন ক্লাসের মাধ্যমে সবাই যেন আপন হয়ে উঠেছিল আমাদের। তাই শেষ ক্লাসের সবাই ভাবলাম আজকে ঘুরতে যাব শাবুদ্দিন পার্কে।
আশপাশে ঘুরার জায়গা বলতে এই পার্টি অনেক জনপ্রিয়। এখানে দেখার মতন তেমন কিছু না থাকলেও আছে সুন্দর পরিবেশ। মানুষের আর সময় পেলে এখানে ছুটে আসে ঘুরতে।
এখানে একটি কৃত্রিম লেক আছে। লেকেআর পাশ দিয়ে সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে। এবং সে রাস্তা ধরে মানুষজন হাঁটাহাঁটি করে। আরে রাস্তাটি দেখতে অনেক সুন্দর ছিল। রাস্তাটি দেখলে মনের প্রশান্তি চলে আসে।
পাশে আবার গোল করে বসার মতন অনেক জায়গা ছিল । অনেকটা স্টেডিয়ামের মতন করে করা হয়েছে এগুলো। সবাই এখানে বসে গল্প করে। সুন্দর একটি সময় অতিবাহিত করে। আমরা কিছু সময়ের জন্য এখানে বসে ছিলাম।
এ জায়গাটার বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি ফুটে উঠছিল। সবাই অনেক একসাথে হাটাহাটি করি। সবার সাথে আগে কখনো এভাবে ঘুরতে আসা হয় নাই। আজ ঘুরতে এস অনেক ভালো রাখছিলাম।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সর্বোপরি আজকের দিনটি অনেক সুন্দর একটি দিন গেছে। আবার ১৫-২০ দিন পর তোমাদের সাথে দেখা হবে। বন্ধের দিনে সবাই নিজ নিজ বাড়িতে চলে যাবে। সবাই বাড়িতে সুন্দর ভাবে ছুটি অতিবাহিত করুক এই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি।
Comments