New to Nutbox?

আপনার ঘরের (Houseplant or indoorplan) এর খেয়াল রাখার দায়িত্ব একান্তই আপনার। পর্ব- ২

3 comments

sayedabdullah
67
6 days agoSteemit2 min read

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার রুমের গাছ দুটো কেমন যেন হয়ে যাচ্ছে। আমি একদিন পরপর ঠিক মত পানি দিচ্ছি কিন্তু গাছের কান্ড গুলো খুবই দুর্বল হয়ে পড়েছে। মনে হচ্ছে মাটিতে সার কম রয়েছে অথবা কোন সমস্যা আছে যার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে আমি দেখলাম আমার স্পাইডার প্ল্যান্টের সবকিছু ঠিক ছিল হুট করে দেখি এর পাতা গুলো মরে যাচ্ছে। আমি কোন কিছুই খুঁজে পাচ্ছিনা যে এগুলো কেন হচ্ছে। ঘরের ভেতরের কাজগুলো আমার খুব পছন্দের হয়ে থাকে, সাধারণত আমি প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমি মাঝে মাঝে কল্পনা করি যদি আমি কখনো বাড়ি বা ঘর বানাতে পারতাম, তাহলে আমার ঘরের আশেপাশে প্রচুর গাছপালা থাকতো ঘরের ভিতর ও সবুজ গাছপালা রেখে দিতাম। এক কথায় বলতে গেলে একটা সবুজ প্রকৃতির মাঝে আমি বসবাস করতে চাই।

1000020845.jpg

1000020846.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এই কাজগুলোর ব্যাপারে আমি আর একটু সচেতন হব। এগুলোর মাটিকে পরিবর্তন করতে হবে কারণ মাটি পরিবর্তন না করলে হয়তো এরা বেশিদিন বেঁচে থাকতে পারবে না। থেকে যখন কিনে নিয়ে আসছিলাম তখন তারা হয়তো ওই মাটিগুলোতে সার বা বেশি কিছু দেয়নি যার ফলে এই অবস্থা। এই মাটিগুলোকে যদি পরিবর্তন না করা যায় তাহলে হয়তো এরা বেশিদিন টিকে থাকতে পারবে না খুব দ্রুতই মরে যাবে। গাজীপুর আমার খুব পছন্দের এর পাশে যে গাছটি রয়েছে মানিপ্লান্ট সেটি আবার তরতাজায় রয়েছে তবে মাঝে মাঝে এর পাতার রং সাদা রংয়ের হয়ে যায়। আপনারা যদি আপনাদের ঘরে কোন গাছ রাখেন অবশ্যই তার খেয়াল রাখবেন তার ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করবেন।

Comments

Sort byBest