New to Nutbox?

অবশেষে ট্রেন্ডিং এ চলাকালীন ভিডিওটা আমিও বানাতে সফল হয়েছি।

0 comments

sayedabdullah
69
7 hours agoSteemit2 min read

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000038842.png

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে, যেটা দেখতে অনেক বেশি এস্থেটিক লাগছে। দেখতেও সিনেমাটিক একটা ভাইব সৃষ্টি হচ্ছিল‌। আমি চিন্তা করলাম যে আমার কাছেও তো বেশ কিছু ভিডিও ফুটেজ রয়েছে আমি কি চেষ্টা করে দেখতে পারি, রাতে ঘুম আসছিল না দেখে আমি মনে মনে ভাবলাম যদি আমি এটা বানাতে পারি তাহলে কেমন হয়। এফএম কোন কিছু না ভেবে ল্যাপটপে এ বসে পড়লাম। প্রথমে আমি ফুটেজগুলোকে একসাথে করলাম, এরপর মিউজিকের সাথে মিল রেখে আমি ফুটেজ গুলোকে কাটা শুরু করলাম। পুরো ভিডিও কমপ্লিট হতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার সময় লেগেছে, সাধারণত এতোটুকু সময় লাগার কথা না কিন্তু এইখানে অনেক বিষয়ে অনেক কিছু বোঝার বাকি আছে যেগুলোর কারণে এত সময় লেগেছে। সবচেয়ে বেশি সময় লাগে আপনি যখন কোন ভিডিওতে টেক্সট ইফেক্ট বসাবেন ঠিক তখনই আপনার অনেক সময় ওইখানে চলে যাবে। আমি ঘড়ির দিকে না তাকিয়ে কাজ করেই যাচ্ছিলাম, ঠিক শেষের এক পর্যায়ে আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় দুইটার কাছাকাছি বেজে গিয়েছে।

1000038848.jpg

বাকি কাজগুলো দ্রুত শেষ করে আমি সবকিছু ঠিকঠাক মতো দেখছি সবকিছু ঠিক আছে কিনা। এরপর ল্যাপটপ থেকে ভিডিওটিকে আমি আমার ফোনে ট্রান্সফার করে নিয়ে দেখলাম ভিডিওটা বেশ ভালো তৈরি করতে পেরেছি। এরপর সব কিছু গুছিয়ে রেখে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, বুঝতে পারছিলাম যে আজকে খুব দেরি হয়ে গেছে ঘুমাতে। বিছানার চর পরও আমার ঘুম আসছিল না, এরপর যে কখন ঘুমিয়ে গিয়েছে টেরও পাইনি।

Comments

Sort byBest