New to Nutbox?

ধীরে ধীরে মনে হচ্ছে শীতের প্রভাব বেড়েই চলছে।

0 comments

sayedabdullah
69
yesterdaySteemit2 min read

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000038747.jpg

আমাদের দেশের ছয় ঋতুর মধ্যে একটা অন্যতম ঋতু হচ্ছে শীতকাল। যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আজ সকালে ঘুম থেকে উঠে বাহে তাকিয়ে দেখতে পেলাম বেশ কুয়াশা, অবশ্য ডিসেম্বর মাস চলেই যাচ্ছে প্রায়, কিন্তু শীত ভালোভাবে পড়েনি এটা আপনার ভাবতে পারেন। আমরা যারা শহরে বাসিন্দা তারা এই শীত অনুভব করতে পারবেন না কারণ শহরে শীত খুব বেশি একটা পড়ে না। আপনি যদি শীতকে ভালোভাবে অনুভব করতে চান তাহলে আপনি গ্রামের অঞ্চলে চলে যেতে পারেন। সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি শীতের কোন পর্যায়ে আছেন। গ্রাম অঞ্চলের তুলনামূলক অনুযায়ী শীত একটু বেশিই পড়ে, কারণ চারিপাশে আবহাওয়া গাছপালা ইত্যাদির কারণে পরিবেশটা শান্ত শীতল থাকে, যার ফলে শীত আরও বেড়ে যায়। রাত আটটা নয়টার দিকেই আপনি সেখানে কুয়াশা আচ্ছন্ন দেখতে পারবেন।

1000038746.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

আমার ব্যক্তিগত দিক থেকে এই শীতকালে অনেকের জন্য অপছন্দনীয় আরো অনেকের কাছে পছন্দনীয়। ‌ তবে অধিকাংশ মানুষেরই শীত অপছন্দনীয় কারণ হচ্ছে তাদের বাবা-মা অথবা তারা নিজেরাই দুর্বল হয়ে আসতেছে যার কারণে শীতে তাদের চলাচল করতে খুবই কষ্ট হয়। আবার অনেকের আছে শীত খুবই পছন্দ, কিছু মানুষ যাদের গরম সহ্য হয় না তারা অবশ্যই এই শীতকে অনেক বেশি প্রশ্ন করবে। শহরাঞ্চলের শীতের প্রভাব কখন পর আপনি কি জানেন, সেটা হচ্ছে রাতের শেষ অংশ। রাতের শেষ অংশে চারিপাশের পরিবেশ খুবই শীতল থাকে যার ফলে অনেক ঠান্ডা ওই সময় আমাদের শরীরে অনুভব করতে পারি। আর হ্যাঁ এখন কিন্তু খেজুরের রস খাওয়ার সময়, আপনাদের যাদের কাছে এই সুযোগ থাকবে তারা কখনই হাতছাড়া করবেন না।

Comments

Sort byBest