New to Nutbox?

আমাদের সকলের জন্য দুইটি কথা। শেষ পর্ব।।

0 comments

dreamlife10
59
4 days agoSteemit2 min read

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

এ পৃথিবীতে মানুষের জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর পরবর্তী জীবনই হল স্থায়ী ও অসিম। নিজের প্রকৃত মালিকের দাসত্ব ও আনুগত্য না করে মারা গেলে মৃত্যুর পর জান্নাত তো পাওয়া যাবেই না; বরং অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজ আমাদের লক্ষ-কোটি ভাই-বোন না বুঝে জাহান্নামের পথে প্রতিযোগী হয়ে স্রোতের মতো ছুটছে।

IMG20241107121631.jpg

তারা যেসব পথ ধরে চলেছে, সেসব পথ সোজা নরকে গিয়ে মিশেছে। এমতাবস্থায় যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসেন, মানবতায় বিশ্বাস করেন, তাদের কর্তব্য হলো এগিয়ে আসা এবং নরকগামী মানুষগুলোকে রক্ষা করার মহান মিশনে অবতীর্ণ হওয়া।

IMG20241107122008.jpg

IMG20241107121551.jpg

আমি আনন্দিত যে, মানবতার নিখাদ দরদী, পথহারা মানুষের মুক্তিচিন্তায় ব্যাকুল, মানুষের প্রতি সত্যিকার সহানুভূতিশীল মাওলানা কালিম সিদ্দিকী সাহেব আপনাদের সেবায় প্রেম-ভালোবাসার কিছু ফুল নিবেদন করেছেন। এ নিবেদনের পাতায়-পাতায় মানবতার প্রতি লেখকের ভালোবাসা ফুটে উঠেছে। মুসলমান হিসেবে আমাদের সকলের যে দায়িত্ব ছিলো, মাওলানা কালিম সিদ্দিকী এই নিবেদনের মাধ্যমে তা সম্পাদন করেছেন।

IMG20241107121526.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@dreamlife10
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের সঙ্গে আমি তাঁর হৃদয়- নিংড়ানো অনুভূতি আমানত হিসেবে আপনাদের হাতে তুলে দিচ্ছি।

ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।আগামী দিন আবারো দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

Comments

Sort byBest