New to Nutbox?

পরিবেশ রক্ষা করার জন্য গাছ-পালা রোপন করা প্রয়োজন।।

2 comments

ayeshasiddika10
69
yesterdaySteemit2 min read
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

গাছ-গাছালি রোপন করা ভীষনই একটি ভালো কাজ।গাছ-পালা রোপন করলে পরিবেশ রক্ষা হয়।পরিবেশ রক্ষার জন্য গাছ-পালা ভীষণ ভাবে ভূমিকা রাখে।আমাদের সকলের উচিৎ বেশি বেশি করে গাছ-পালা লাগানো।আমাদের মানব জীবনে গাছ-পালার গুরুত্ব অপরিসীম।গাছ-পালা আমাদের নানা রকম ভাবে উপকারে আসে।

IMG20240626102634.jpg

IMG20240624173359.jpg

IMG20240825172903.jpg

IMG20240825173330.jpg

বিভিন্ন ধরনের গাছ-পালা দিয়ে আমরা নানা রকমের আসবাবপত্র তৈরি করে থাকি।গাছ-গাছালি দিয়ে নানা রকমের জিনিসপত্র তৈরি করা হয়ে থাকে।যা আমরা নানা রকম ভাবে ঘর সাজানোর কাজে ব্যবহার করে থাকি।মানব জাতির বেঁচে থাকার উৎস হলো গাছ-পালা।গাছ-পালা থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি।

IMG20241113102227.jpg

IMG20241113065821.jpg

IMG20241113102238.jpg

IMG20241113065816.jpg

গাছ-পালা আমাদের থেকে কার্বন-ডাই-অক্সাইড নিয়ে আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে।যার ফলে আমরা নিশ্বাস নিতে পারি এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি।গাছপালা থাকার ফল নানা ধরনের পশুরা তাদের খাবার সংগ্রহ করতে পারে।গাছপালার জন্য নানা ধরনের শব্দ, পরিবেশ দূষণ রক্ষা পায়।গাছপালা থাকলে অতিরিক্ত তাপমাত্রা রোধ হয়ে থাকে।

IMG20241108172703.jpg

IMG20241113102219.jpg

IMG20241108172707.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

গাছ-পালা ছাড়া মানব জীবনের অস্তিত্ব কখনোই খুঁজে পাওয়া যাবে না।গাছ-পালা মানব জীবনের সাথে অতপ্রোতভাবে জড়িত।তাই আমরা চেষ্টা করব সব সময় বেশি বেশি করে গাছ-পালা লাগাতে।গাছ-পালা আমাদের জীবনকে নানা রকম ভাবে সুন্দর করে তোলে।বৃষ্টিপাত ঘটনার জন্য সব সময় গাছ-পালার প্রয়োজন।গাছ-পালা বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে থাকে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।

Comments

Sort byBest