New to Nutbox?

গ্রীষ্মকালীন একটি ফল হলো আনারস।। পার্ট-1

5 comments

ayeshasiddika10
67
3 months agoSteemit2 min read
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা গ্রীষ্মকালীন ফল আনারস নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

আমাদের দেশের ভীষণ জনপ্রিয় একটি ফল হলো আনারস।আনারস ফলটি দেখতে খুবই সুন্দর এবং খেতেও ভারি মজা।আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরা আনারস চাষ করে থাকে।বাজারে এই ফলটির ভীষন জনপ্রিয়তা রয়েছে।আনারস ফলটি কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ রংয়ের হয়ে থাকে।সকলেই এই ফলটি খেতে পছন্দ করে থাকে।আনারসের শরীরটি কাঁটাযুক্ত।

IMG20240627112041.jpg

আনারস গাছটি উচ্চতায় তিন থেকে চার ফুট হয়ে থাকে।এই গাছটির উচ্চতা মাঝে মাঝে এর থেকেও বেশি বৃদ্ধি পায়ে থাকে।আনারসের পাঁচটি ভিন্ন ভিন্ন জাত রয়েছে।বিভিন্ন প্রজাতির আনারসই আমাদের দেশে সব সময় পাওয়া যায়।গ্রীষ্ম মণ্ডলীয় অঞ্চলে আনারস ফলটি খুব ভালো উৎপন্ন হয়ে থাকে।কিছু কিছু আনারস মিষ্টি হয়ে থাকে এবং কিছু কিছু আনারস টক হয়ে থাকে।মিষ্টি আনারস গুলো থেকে জ্যাম ও জেলি তৈরি করা হয়।আনারসের একটি জাতের নাম হোল হানিকুইন।এই আনারসটি অতি মিষ্টি হয়ে থাকে।

IMG20240627112050.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

পাকা আনারসের শাঁস গুলো সব সময় হলুদ রঙের হয়ে থাকে।আনারস এমন একটি ফল যার চাহিদা দেশ-বিদেশে সব জায়গাতেই রয়েছে।গ্রীষ্মকালীন একটি ফল হল আনারস।গরমের সময় আনারস ফলটি খেলে শরীর এবং মন সবকিছুই স্বতেজ হয়ে যায়।চাহিদা অনুযায়ী মাঝে মাঝে যোগান না দেওয়ার ফলে আনারসটির প্রচুর পরিমাণে ক্রয়মূল্য বেড়ে যায়।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ

Comments

Sort byBest