অপূর্ব সৌন্দর্যের অধিকারি একটি ফুল হলো চন্দ্র মল্লিকা ফুল।। পার্ট-2
0 comments
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা চন্দ্র মল্লিকা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এশিয়াতে প্রচুর পরিমাণে চন্দ্র মল্লিকা ফুল গাছ রয়েছে।চন্দ্র মল্লিকা ফুল গুলোর উৎপত্তি সর্বপ্রথম এশিয়াতেই হয়েছে।চন্দ্র মল্লিকা ফুলের মোট ছয়টি রং রয়েছে।সেগুলো হলো:লাল,সাদা,হলুদ,কমলা,বেগুনি এবং গোলাপি।সবগুলো রংয়ের ফুল গুলোই দেখতে অদ্ভুত সৌন্দর্যের অধিকারি হয়ে থাকে।
সাদা,হলুদ এবং কমলা রঙের চন্দ্র মল্লিকা ফুল গুলো আমাদের দেশে সব থেকে বেশি পরিমানে দেখা যায়।চন্দ্র মল্লিকা ফুল গুলো দেখতে গোলাকার আকৃতির হয়ে থাকে।এই ফুল গুলো প্রচুর পরিমাণে পাপড়ি যুক্ত হয়ে থাকে।চন্দ্র মল্লিকা ফুল গুলোর পাপড়ি গুলো অনেক সময় সরু হয় আবার অনেক সময় চওড়া হয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
চন্দ্র মল্লিকা ফুল গোলা খুব বেশি সুগন্ধযুক্ত হয় না।এই ফুল গুলোর হালকা সুগন্ধ হয়ে থাকে।যা চার পাশের পরিবেশকে মনোমুগ্ধকর করে তোলে।এই ফুলগুলো শীতকালীন সময়ে এবং শরৎকালে ফোটে।সব ধরনের ফুলই অদ্ভুত সৌন্দর্যের অধিকারী হয়ে থাকে।ফুল সব সময়ই প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।তাই সব সময়ই ফুল গাছ লাগানো উচিৎ।
Comments