New to Nutbox?

কিছু ফল গাছের ফটোগ্রাফি

9 comments

wahidasuma
77
6 days agoSteemit3 min read

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত কিছু ফল গাছের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ।বেশ কিছুদিন আগে বৃক্ষ মেলা থেকে এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। বৃক্ষ মেলায় হরেক রকমের ফলের গাছ দেখা যায় যেগুলোতে ফল ধরে থাকে ।এই গাছগুলো বাসার ছাদে লাগালে বেশ ভালই ফলন দেখা যায় ।তবে এই ফল গাছগুলো প্রথম দুই এক বছর বেশ ভালো ফল দিলেও পরবর্তীতে দেখা যায় আর তেমন একটা ফল দেয় না। তবে এগুলো মাটিতে লাগালে অনেক বেশি ফল পাওয়া সম্ভব। যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ফটোগ্রাফিতে ।


কিছু ফল গাছের ফটোগ্রাফি


IMG20240628182945.jpg

IMG20240628182943.jpg

এখানে বেশ কিছু আম গাছ দেখতে পেলাম। যেগুলো বেশিরভাগই চিনা আম গাছ নামে পরিচিত এবং হরেক রকমের নাম রয়েছে এগুলোর। আ আম গাছ চীন থেকে আগত হয় সেটি আমার জানা ছিল না। চীন থেকে হরেক রকমের জিনিস আমাদের দেশে আসে ।তবে আম গাছের চারা যে চীন থেকে আমদানি হয় এটি সত্যিই আমার অজানা ছিল ।আর গাছের চারাগুলোর দামও সর্বনিম্ন ছিল পাঁচ হাজার টাকা ।সর্বোচ্চ লাখ টাকার উপরে ।আসলে আম গাছের দাম এত বেশি হওয়ার কোন যৌক্তিক কারণ আমি খুঁজে পেলাম না, হয়তো চীন দেশের বলেই এত দাম।


IMG20240628182259.jpg

IMG20240628182301.jpg

এগুলো হচ্ছে কদবেল গাছের ফটোগ্রাফি।এত ছোট গাছে কদবেল হয় এটি আমার জানা ছিল না ।সাধারণত আমরা সবাই জানি কদবেল গাছ অনেক বড় হয় ।তবে এগুলো কলম করা যার কারণে এই ছোট গাছ গুলোতেই অসংখ্য কদবেল ধরে রয়েছে । কদবেল এমনিতেই খেতে ভীষণ মজার আর এত ছোট গাছে ফল ধরলে সেটা যে কারোরই ভালোলাগার কথা। গাছটি দেখে আমার কিনে নিয়ে আসতে ইচ্ছে হয়েছিল। তবে এই গাছগুলোর দাম অনেক বেশি। সব থেকে বড় কথা এই গাছ লাগানোর জায়গা আমার নেই।।


IMG20240628181232.jpg

IMG20240628181858.jpg

এগুলো হচ্ছে মাল্টা গাছ। তবে দেশি মালটা সব সময় ভীষণ টক দেখেছি। আমার নানুর বাড়িতে একটি মালটা গাছ ছিল যা কিনা মুখে দিলে চিৎকার করার মতো টক ।তবে এই মালটা গুলো নাকি অনেক মিষ্টি দোকানদার বলছিল। জানিনা সত্যি কিনা। তবে মালটা গাছ কেনার পক্ষপাতী আমি নই। কেননা যতই মিষ্টি কথা বলুক না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই মালটা টক হয়ে থাকে।


IMG20240628182758.jpg

IMG20240628182755.jpg

এগুলো হচ্ছে লাল জামরুল ।লাল জামরুল দেখতে বেশ ভালোই লাগে ।আর পেছনে দিকে হচ্ছে করম চা গাছ। দেখতে ভীষণ ভালো লেগেছিল । যদিও করমচা খুব একটা খাওয়া হয় না কেননা ভীষণ টক হয়ে থাকে। তবে এই গাছটি দেখে ভীষণ ভালো লাগলো ।যেহেতু গাছ টিতে অসংখ্য ফল ধরেছিল। অনেকদিন পর এরকম গাছ দেখতে পেয়ে বেশ ভালো লেগেছিল।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Comments

Sort byBest