New to Nutbox?

ডেউয়া ফলের উপকারিতা ও ডেউয়া মাখা রেসিপি

6 comments

wahidasuma
76
last monthSteemit3 min read

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। বেশ কয়েকদিন নেট ছিল না কিন্তু এখন যে নেট দিয়েছে তা দিয়ে কোন কাজ করা সত্যি ভীষণ কষ্টকর। এই পোস্টটি করতে বসেছি দীর্ঘ সময় আগে ।কিন্তু শেষ করতে আমার অনেক সময় লেগেছে নেটের এই খারাপ অবস্থার কারণে ।যেহেতু পোস্ট করতে বেশ সমস্যা হচ্ছে তাই চিন্তা করেছি সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ।কেননা দীর্ঘ রেসিপি শেয়ার করা খুবই কষ্টকর । ছবি আপলোড হতে চায় না ।অনেক সময় নিয়ে আপলোড করতে হয়। তাই খুবই সহজ ও মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও এটি সবাই পারেন ।তারপরেও যারা এই রেসিপিটি কখনো খাননি, তারা এভাবে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে।

মূলত আজ আমি ডেউয়া মাখা রেসিপি নিয়ে হাজির হয়েছি। টক মিষ্টি স্বাদের এই ফলটি খেতে ভীষণ মজাদার। এই ফল খেলে পেটের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীরের শক্তি যোগাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেওয়া ফলে বিভিন্ন ভিটামিন রয়েছে । এটি লিভার ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফলে আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান থাকায় রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্য এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ। ডেউয়া ফল বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ডেউয়া ফলে থাকে ভিটামিন এ যার কারণে কেউ চোখের সমস্যায় ভুগলে এই ফলটি খেলে উপকারিতা পাওয়া যায় ।এই ফলে ভিটামিন এ এবং সি রয়েছে যার কারণে এটি চুলের জন্যও বিশেষ উপকারী। সত্যি এই টক মিষ্টি স্বাদের মজার ফলে যে এত উপকারিতা তা অবাক করার মত। যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি
ডেউয়া মাখা রেসিপি তে।


ডেউয়া ফলের উপকারিতা ও ডেউয়া মাখা রেসিপি


Polish_20240726_231545834.jpg



IMG_20240726_160600.jpg

ডেউয়া

IMG_20240726_160641.jpg

কাঁচা মরিচ ,লবণ

IMG_20240725_224338.jpg

বিট লবণ

IMG_20240726_160655.jpg

কাসুন্দি

প্রুস্তুতপ্রণালী


IMG_20240726_160622.jpg

IMG_20240726_160706.jpg

প্রথমে ডেউয়া ফলের উপরের খোসা ছাড়িয়ে নেই ।তারপর ফলটিকে ভেঙে নেই।


IMG_20240726_160752.jpg

তারপর কাঁচা মরিচ ও লবণ দিয়ে ভালো করে মেখে নেই।


IMG_20240726_160810.jpg

তারপর বিট লবণ দিয়ে আবারো মেখে নেই। তারপর সমস্ত ডেউয়ার সঙ্গে মেখে নেই।


IMG_20240726_160837.jpg

তারপর কাসুন্দি দিয়ে সমস্ত টা আরো একবার মেখে নেই।


IMG_20240726_160902.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ডেউয়া মাখা রেসিপি ।খেতে কিন্তু খুবই মজার। তাড়াতাড়ি খেয়ে নিন । না হলে কিন্তু বাজারে আর পাওয়া যাবে না । এটি খুবই সীমিত সময়ের ফল।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Comments

Sort byBest