New to Nutbox?

রেসিপি : মামীর আবদারে রান্না।

5 comments

uttsho
62
17 hours agoSteemit2 min read
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনার সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি বর্তমান ঢাকায় মামার বাসায় আছি। আর আমি যে বাসায় টুকটাক রান্না করি এটা আমার মামী জানে।তাই আজকে সন্ধ্যার নাস্তার দ্বায়িত্ব আমায় দিলো। তাই আমি আজ বানিয়েছিলাম নুডলস আর পাস্তা মিশিয়ে নুডলস পাস্তা।

IMG_20241218_184649.jpg

চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
নুডলস৪ পিস
পাস্তাহাফ প্যাকেট
ডিম৩ টি
তেল,লবন, ম্যাজিক মসলা ও নুডলস মসলাস্বাদমতো
পেঁয়াজ৫-৬ টি
আদা ও রসুন কুচি১ চামচ`
কাঁচা মরিচ১০-১৫ টি
টমেটো সসস্বাদমতো

IMG_20241218_182433.jpg

রন্ধন পদ্ধতি।

১: শুরুতে কড়াই পানি গরম করে একটু তেল দিয়ে নুডলস আর পাস্তা গুলো ভালো করে সিদ্ধ করতে হবে এবং ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

IMG_20241218_182722.jpg

IMG_20241218_181125.jpg

২: এবার কড়াইয়ে তেল গরম করে আদা ও রসুন কুচি দিতে হবে।

IMG_20241218_182633.jpg

৩: এখন পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিতে হবে সাথে স্বাদমতো লবন দিতে হবে ও ভাজতে হবে।

IMG_20241218_182742.jpg

৪: এবারে টমেটো সস ও ম্যাজিক মসলা দিতে হবে ও ভালো করে ভাজতে হবে। এবং তারপর তিনটে ডিম দিতে হবে।

IMG_20241218_183333.jpg

IMG_20241218_183251.jpg

৫: এখন ডিম গুলো ভেজে আরও একটু টমেটো সস ও পাস্তা মসলা দিব এবং ভালো করে কষিয়ে নিব।

IMG_20241218_183449.jpg

৬:এবার সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তা গুলো দিয়ে দিতে হবে ও ভালো করে মিশিয়ে নিতে হবে।

IMG_20241218_183615.jpg

৭: শেষে একটু টমেটো সস ও ম্যাজিক মসলা দিয়ে মিশিয়ে দু এক মিনিট পর নামিয়ে নিতে হবে।

IMG_20241218_184100.jpg

এভাবে আমি আজকে তৈরি করলাম আমাদের সন্ধ্যার নাস্তা।

IMG_20241218_185403.jpg

IMG_20241218_184657.jpg

IMG_20241218_184629.jpg

IMG_20241218_184624.jpg
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের আমার রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Comments

Sort byBest