New to Nutbox?

হঠাৎ করে সুপার শপে গিয়ে কেনাকাটা ও বৃষ্টিতে ভেজা

6 comments

tauhida
77
2 days agoSteemit3 min read

আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকদিন আগে হঠাৎ করে সুপারশপে গিয়ে এলোমেলো কেনাকাটা করার অনুভূতি ।অনেকদিন হয়ে গেল সুপার শপ এ গিয়ে তেমন কোন কিছু কেনা হয় না । আগে আমাদের বাসার কাছে আগোরা শপ ছিল সেখান থেকে আমরা সব ধরনের কেনাকাটা করতাম । মাসিক যে কেনাকাটা সেটা থেকে শুরু করে মাছ মাংস সবই এখান থেকে কিনতাম । কিন্তু আমার এখান থেকে অন্যান্য জিনিস যাই কিনি না কেন কিন্তু মাছ মাংস কিনতে তেমন একটা ভালো লাগতো না । কারণ এখানকার মাছ-মাংস সবই ফ্রোজেন বিক্রি করতো এজন্য যতই ওরা ফ্রেশ বলুক না কেন নিজের কাছে কেমন যেন ভালো লাগতো না । তাই জন্য আমি সবসময় চেষ্টা করতাম মাছ এবং মাংস দেখে শুনে তাজা জিনিস কেনার জন্য ।

1000000575.jpg

1000000573.jpg

1000000579.jpg


কিছুদিন পরে হঠাৎ করে দেখি আগোরা এখান থেকে উঠে গিয়ে বাসা থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে । তারপর থেকে আর আমি আগোরা শপিং করতে যাইনি । স্কুলে আসা যাওয়ার পথে দেখি নতুন একটা সুপার শপ আছে তবে সেখানে কখনো যাওয়া হয়নি । একদিন হঠাৎ করে বিকেলবেলা হাঁটতে বের হয়েছি আমরা তিনজন মিলে । তখন হাজব্যান্ড বলে যে চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই দেখি সে ওই শপে গিয়ে ঢুকেছে । ওখানে গিয়ে ছেলে তো মহা খুশি ও সাথে সাথে একটা ট্রলি নিয়ে নিয়েছে এবং ওর ইচ্ছা মতো যা কিছু পাচ্ছে সবকিছু ট্রলিতে নিয়ে মনের মত জিনিস ভরছে । আমারও ভালো লাগছে আমিও কিছু কিছু জিনিস দেখেশুনে কিনে নিলাম । আসলে এসব জায়গা থেকে ট্রলি ভরে শপিং করতে আমার কাছে সবসময়ই ভালো লাগে । মাছ-মাংসের জায়গায় গিয়েছিলাম তবে সেখান থেকে তেমন কিছু কিনিনি । আমি নরমালি শুকনা জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম ।

1000000578.jpg

1000000577.jpg


আমরা যখন শপে ঢুকি তখন ওয়েদারটা মোটামুটি ছিল কিন্তু আমরা ঢোকার পরপরই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আমরা বের হব যখন তখন দেখলাম যে ভালো বৃষ্টি নামছে । তখন আমরা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলাম এবং বেশ কিছুটা থামলে আমরা রাস্তায় বের হয়ে পড়লাম ।হাঁটতে হাঁটতে হালকা বৃষ্টিতে ভিজতে লাগলাম ভালই লাগছিল । তখন গরমের সময় ছিল যার কারণে বৃষ্টিতে ভিজতে ভালো লাগছিল । বৃষ্টিতে তেমন একটা ভেজা হয়ে ওঠে না যে এজন্য তখন ইচ্ছা করেই ভিজেছিলাম এবং মাঝপথে গিয়ে একটা শপিংমলের সামনে থামলাম । সেখানে দেখলাম ঝালমুড়ি বিক্রি করছে সেখান থেকে আবার বৃষ্টির ভিতর দাঁড়িয়ে ঝালমুড়িও খেয়ে নিলাম এবং দাঁড়িয়ে বৃষ্টির ছবিও তুলে নিলাম ।

1000000584.jpg

1000000583.jpg


তারপর আবার বৃষ্টির ভিতর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম । জিনিসপত্র যা কিনেছিলাম মোটামুটি সবগুলোই ভিজে গিয়েছিল । যদিও বাসা কাছে ছিল তারপরও ভিজেই গিয়েছিল । আমরা শুকনা এবং প্যাকেটের জিনিস কিনেছিলাম বিধায় আমাদের জিনিসগুলো ভালো ছিল । আবার কিছুদূর আসার পরে গরম গরম পুরি কিনে নিলাম । এই গরম বৃষ্টির ভিতর বাসায় বসে পুরি চা খেতে ভালো লাগবে এবং সবকিছু কিনে আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম । মোটামুটি সময়টা ভালোই কেটেছিল অনেকদিন পরে বৃষ্টিতে ভিজে ।

1000000581.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Comments

Sort byBest