New to Nutbox?

ছেলেকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যাওয়া

7 comments

tauhida
76
17 days agoSteemit5 min read

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240501_233047861.jpg


আজকে আমি আবার আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করতে চলে এলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেলেকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যাওয়ার অভিজ্ঞতা । এখনকার বাচ্চারা একেবারে যখন থেকে একটু একটু করে বড় হতে থাকে তখন থেকে মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে মোবাইল ছাড়া তাদের কোন কাজই যেন সম্পন্ন হয় না । কোন কিছু খেতে গেলে মোবাইল দেখতে হয় আমার বাচ্চাটা ছিল এই রকমের । ছোটখাট কিছু খেতে হলেও ফোন দিতে হতো মানা করেও তাকে ঠেকাতে পারতাম না । ফোন না দিলে সে কিছুই খেত না অতিরিক্ত ফোনের প্রতি ঝুঁকে পড়েছিল আজ তার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছি ।


গত দুই মাস আগে হঠাৎ করে ছেলের চোখের প্রবলেম হওয়ার কারণে ছেলেকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যেতে হয়েছিল । সেখানে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছিল ওর চোখে কিছুটা এলার্জি জনিত সমস্যা হয়েছে । তারপরে আমি আবার ওর চোখের কিছু সমস্যার কথা বললাম তারপর ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করল এরপর ছেলেকে ছোট-বড় অনেকগুলো অক্ষর দেখিয়ে জিজ্ঞাসা করল দূর থেকে সে বলতে পারে কিনা । সে বড় বড় কিছু অক্ষর অনায়াসে বলতে পেরেছি কিন্তু ছোট গুলো দূর থেকে কিছুই দেখছিল না এজন্য ডাক্তার বেশ খানিকটা সময় নিয়ে পরীক্ষা করল । তারপর ডাক্তার বলল যে চোখে একটু প্রবলেম রয়েছে চশমা দিয়ে দিচ্ছি দুই মাস পরে আবার যোগাযোগ করবেন । চোখের এলার্জির জন্য তিনটা ড্রপ দিয়েছে ড্রপগুলো নিয়মিত লাগাতে হবে । কোনটা দুমাস নিতে হবে এবং কোনটা ১ মাস ১৫ দিন এভাবে করে দিয়েছিল । ড্রপগুলো লাগিয়ে শেষ করেছি এখন দুমাস পরে ডাক্তারের কাছে আবার যেতে হবে পরীক্ষার জন্য ।


এদিকে ছেলেও অস্থির হয়ে গিয়েছে মা কবে ডাক্তারের কাছে নিয়ে যাবে চলো আজকেই যাই । আমি পরে ওর কাছে জিজ্ঞাসা করলাম সে কেন এত ডাক্তারের কাছে যাওয়ার জন্য অস্থির হয়েছে তখন সে আমাকে বলল যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে ফোন দেখতে দিবে এজন্য যাচ্ছি । আমি বললাম ডাক্তারের কাছে গেলেই ডাক্তার ফোন দেখতে দিবে তখন বলে যে একটু একটু দেখতে দিবে এজন্য তার যাওয়ার প্রতি বেশি আগ্রহ । যথারীতি আজকে ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম । যেহেতু ডাক্তার আমাদের বিল্ডিং এর নিচে দুই একটা বিল্ডিং পরে বসে আর ডাক্তার থাকেও আমাদের বিল্ডিংয়ে সেই কারণে আমাদের ডাক্তারকে পেতে অসুবিধা হয় না । ডক্টর আজকে বসবে বলে আমাদেরকে যেতে বলেছে ।


আমরা সন্ধ্যার পরে তিনজনে মিলে রেডি হয়ে চলে গেলাম । যদিও আমার যাওয়ার ইচ্ছা ছিল না কারণ সারাদিন আমার শরীরটা অনেক খারাপ ছিল তারপরও ছেলেকে ডাক্তার দেখাবো ডাক্তার কি বলে সেজন্য আমি গেলাম সাথে । কিন্তু ডাক্তার দেখানোর পরে আবার পরীক্ষা-নিরীক্ষা করে দেখলো যে চোখে আগের থেকে কোন উন্নতি হয়নি একই জায়গায় রয়েছে । আগে যেরকম দেখতে এখনো ঠিক সেরকম ভাবেই দেখতে । ডঃ তখন অন্য আরেকজন ভাল ডাক্তারের সাজেস্ট করলো যে শিশুদের চোখের ডাক্তার তার কাছে যেতে বলল । বললো তাকে দেখিয়ে নিলে ভালো হবে । ছেলেটা আমার একেবারে কম ওয়েট নিয়ে জন্ম নিয়েছিল যার কারণে জন্মের পরপরই তাকে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল । এর ভিতর ওর চোখের পরীক্ষাটাও সেই ৫-৬ দিন বয়সের সময় করতে হয়েছিল । তখন অনেক সময় নিয়ে একটা রুমের ভিতর একা একা ছেলেটার অনেক পরীক্ষা করেছিল তখন কোন সমস্যা পায়নি । কিন্তু এখন বড় হওয়ার পরে চোখে প্রবলেম হয়েছে দেখে আমার আর ভালো লাগছে না । আপনারা সবাই দোয়া করবেন যেন ছেলেটার চোখ তাড়াতাড়ি ঠিক হয়ে যায় । গরম টা একটু কমলেই ওকে নিয়ে ওই ডাক্তারের কাছে যাব ইনশাআল্লাহ ।


আসার পথে আমি আমার পরিচিত চায়ের দোকানে দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে নিলাম । যতই গরম পরুক না কেন চা না খেলে ভালো লাগে না । চায়ের দোকানে ওরা এখন আবার লেবুর শরবতের ব্যবস্থা রেখেছে যার কারনে দোকানে প্রচুর পরিমাণে ভিড় । চায়ের থেকে শরবতের কাস্টমাররাই বেশি । এ কারণে দোকানের একটা ছবি তুলতে পারিনি । রাস্তায় দাঁড়িয়ে চা খেয়েছি । এরপর ওষুধ কেনার জন্য ওষুধের দোকানে ঢুকলাম এবং সেখানে ওষুধ কেনার পরে ভাবলাম যে আমার শরীরটা যেহেতু ঠিক যাচ্ছে না প্রেশারটা একটু মেপে দেখি । প্রেশার মাপার পরে দেখলাম যে প্রেশার একেবারে লো হয়ে গিয়েছে । এ কারণে সারাদিন মাথাটা ঘুরছে এবং শরীরটাও খুব খারাপ লাগছে । জানিনা হঠাৎ করে প্রেশার কেন লো হয়ে গেল । আমি এমনি হাই প্রেসারের রোগী এরকম প্রেসার লো হওয়ার কারণে একটু ভয় লাগছে । বাসায় এসে স্যালাইন ডিম এগুলো খেয়েছি এখন রেস্ট নিতে হবে বাকি সব আল্লার ইচ্ছা ।আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Comments

Sort byBest