রঙিন কাগজের নিনজা ষ্টার তৈরি
11 comments
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে একটি নিনজা স্টার তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তার কোন শেষ নেই। আর রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে বসলে বাচ্চারা বিভিন্ন জিনিস বানানোর বায়না করে। এর আগেও একদিন নিনজা স্টার তৈরি করেছিলাম। তারপর থেকে আরও বিভিন্ন ডিজাইনের নিনজা স্টার তৈরি করার বায়না করে বাচ্চারা। তাই আবারও নতুন একটি ডিজাইনের নিনজা স্টার তৈরি করেছিলাম। এগুলো দেখে যতটা সহজ মনে হয় কিন্তু এগুলো একটির সঙ্গে আরেকটি জোড়া লাগানো ততটাই কঠিন। বারবার দেখেও মিলাতে পারছিলাম না। পরে অনেক কষ্ট করে শেষে মিলাতে পেরেছি। বানানোর পর খুব ভালো লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- রঙিন কাগজ
- কাঁচি
- আঠা
প্রথমে চারকোনা চারটি কাগজ নিয়েছি। কাগজটি লম্বালম্বি করে একবার ভাঁজ করেছি। ভাঁজ খুলে উপরের দুই পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি।
এখন প্রথমে ডান পাশ থেকে চিকন করে ভাঁজ করেছি। তারপর ভাঁজ খুলে বাম পাশ থেকে চিকন করে একই রকম ভাবে ভাঁজ করেছি।
এখন কাগজটি মাঝখান থেকে নিচে ছবির মত করে ভাঁজ করেছি। তারপর ভাঁজ খুলে অপরপাশ থেকে একই রকম ভাবে ভাঁজ করেছি। তারপর নিচের ছবির মত ঘুরিয়ে ভাঁজ করে দিয়েছি।
একই রকম ভাবে চারটি কাগজ ভাঁজ করেছি।
এখন একটির সঙ্গে আরেকটি লাগিয়ে দিয়েছি। একি রকম ভাবে চারটি কাগজ নিচের ছবির মত করে লাগিয়ে দিয়েছি। তারপর বিভিন্ন অংশে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
সাদা ছোট কাগজ কেটে মাথার দিকে ব্লেডের মতো লাগিয়ে দিয়েছি।
একই রকমভাবে সব কোনায় লাগিয়ে দিয়েছি সাদা কাগজ।
এভাবে আমার নিনজা স্টারটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | I Phone 15 Pro Max |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Comments