New to Nutbox?

রেসিপি পোস্টঃ ডিম দিয়ে তৈরি করা তেলে ভাজা অসম্ভব মজাদার কেক।

34 comments

tanha001
67
23 days agoSteemit4 min read
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

বাংলায় ১৬ অগ্রহায়ণ ১৪৩১বঙ্গাব্দ ।

রোজঃ মঙ্গলবার।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করে থাকি। তার মধ্যে একটি করে রেসিপি পোস্ট ও শেয়ার করে থাকি।রেসিপি তৈরি করতে আমি অনেক পছন্দ করি।সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি আপনাদের মাঝে মিনি কেক তৈরি রেসিপি শেয়ার করবো।আশা করি আমার তৈরি করা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসা যাক।

সর্বশেষ

1733241833626.png

IMG_20241203_220136.jpg

IMG_20241203_220121.jpg

IMG_20241203_220104.jpg

IMG_20241203_220044.jpg

প্রয়োজনীয় উপকরণ
তেল
ময়দা
ডিম
চিনি
দুধ
ব্রেকিং সোডা

1733160398114.png


প্রথম অংশ

IMG_20241202_231940.jpg

IMG_20241202_232000.jpg

প্রথমে এক কাপ পরিমাণ চিনি নেয়া এর ভেতরে দুইটি ডিম ভেঙে দিয়েছি। এরপর ডিম ঘুটনি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে ঘুটে নিয়েছি।

দ্বিতীয় অংশ

IMG_20241202_232038.jpg

IMG_20241202_232024.jpg

ডিম আর চিনি ভালো ভাবে মেশানো হলে এরপর আমি এর ভিতরে পরিমান মতো ব্রেকিং সোডা এবং খাবার তেল দিয়ে নিয়েছে (সয়াবিন তেল) দিয়ে নিয়েছি। এরপর আবার বেশ কিছুক্ষণ ঘুটনি দিয়ে উপকরণগুলো ডিমের সাথে মিশিয়ে নিয়েছি।

তৃতীয় অংশ

IMG_20241202_232111.jpg

IMG_20241202_232125.jpg

সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এবার আমি পরিমাণ মতো ময়দা নিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর কিছু পরিমাণ দুধ দিয়ে নিয়েছে। খেয়াল রাখতে হবে যেন ময়দার ডো বেশি নরম বা শক্ত হয়ে না যায়। একটু বেশি নরম হলে কোন সমস্যা নেই তবে শক্ত হলে খুব একটা ভালো হবে না কারণ পিঠাগুলো শক্ত হয়ে থাকবে।

চতুর্থ অংশ

IMG_20241202_232203.jpg

আমি ময়দার ডো একটু নরম করে রেখেছি যাতে কেক তৈরি করলে ভেতরে শক্ত হয়ে না থাকে। ডো নরম থাকলে কেকের ভিতরে অনেক সফট হবে।

পঞ্চম অংশ

IMG_20241202_232218.jpg

IMG_20241202_232311.jpg

এরপর আমি একটি পরিষ্কার পাত্র চুলার উপর বসিয়ে নিয়েছি এর ভিতর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চুলার তাপ মিডিয়াম রেখে তেল গরম করে নিয়েছে। এবার আমি হাতে তেল মাখিয়ে ডো নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে বল তৈরি করে নিয়েছি।

ষষ্ঠ অংশ

IMG_20241202_232237.jpg

IMG_20241202_232256.jpg

তেল গরম হওয়ার পর পিঠাগুলো আমি তেলের ভিতরে খুব সাবধানে ছেড়ে দিয়েছি।চুলার জ্বালটা একটু কমিয়ে দিয়ে সুন্দর করে এপিট ওপিঠ উল্টে পাল্টিয়ে পিঠ
কেকগুলো ভেজে নিয়েছে। বেশি তাপে কেকগুলা ভাজা যাবে না কারণ উপরে খুব দ্রুত পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে।

সপ্তম অংশ

IMG_20241202_232333.jpg

IMG_20241202_232400.jpg

IMG_20241203_220136.jpg

IMG_20241203_220121.jpg

কেক গুলো ভাজা হয়ে গেলে কেকের কালার একটু লালচে হয়ে যাবে। কেকর রং লালচে হয়ে গেলে বুঝতে হবে কেক গুলো নামানোর জন্য প্রস্তুত। এবার কেকগুলো সাবধানে একটি ছাকনির সাহায্যে গরম তেল থেকে নামিয়ে ফেলতে হবে। আর এভাবে আমি ডিম দিয়ে মিনি কেক তৈরি করেছি।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভেতর ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা। । আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz1V5uaiRiqrB9va6S5KGDLcZKmqbQvK66sWYZqk3ify6o12sFWUpobLWEmoVTzFAiCQHuMMNv.png

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VQjn5XvcWiqDgAzazqqBxpoCzAQ3f8ZzKvEh8Ri249tYMtx3GCiTjN5sy7eKHEedamwVVfvyVu2mX4.jpeg

Comments

Sort byBest