ভিডিওগ্রাফি পোস্টঃ আমার ধারণ করা দুই প্রজাতের গোলাপ ফুলের ভিডিওগ্রাফি।
14 comments
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.......
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন। যেহেতু এখন শীতের মৌসুম আর এই মৌসুমে বিভিন্ন রকমের ফুল ফোটে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজও একটি ফুলের ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ধারণ করা গোলাপ ফুলের ভিডিওগ্রাফি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।গোলাপ ফুলকে প্রকৃতির এক অপরুপ সৌন্দর্যের রূপ বলা যায়। এর মসৃণ পাপড়ি, মিষ্টি সুবাস, আর বহুবর্ণের রূপকথার মতো সৌন্দর্য মানুষের মন জয় করে নিয়েছে হাজার বছর ধরে। প্রেম, ভালোবাসা, কৃতজ্ঞতা কিংবা প্রশান্তি মানব হৃদয়ের প্রায় সব অনুভূতির সঙ্গে গোলাপের রয়েছে গভীর যোগসূত্র।লাল গোলাপ গভীর প্রেম ও আবেগের প্রতীক। এটি সেই চিরন্তন ভালোবাসার গল্প বলে, যা হৃদয়ে চিরস্মরণীয়।গোলাপি গোলাপ কোমলতা ও প্রশংসার প্রতীক। এটি মমতা ও কৃতজ্ঞতার বার্তা বহন করে।গোলাপ শুধু একটি ফুল নয়, এটি অনুভূতির এক নীরব ভাষা।
পোস্টে বিবরণী | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
ক্যামেরা | ৫০মেগাপিক্সেল |
লোকেশন | পাবনা |
Comments