New to Nutbox?

স্বরচিত কবিতাঃ শীতের সকাল 🥰

13 comments

tanha001
66
2 days agoSteemit3 min read
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৩ নভেম্বর ২০২৪ ইং: রোজ শনিবার ।
বাংলায় ০৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো আমার বাংলা ব্লগবাসী..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে কম-বেশি সবারই অনেক ভালো লাগে। আমি নিজেও কবিতা লিখতে অনেক পছন্দ করি। শীতকাল মানে পিঠাপুলির উৎসব। আশা করি আমার লেখা স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

winter-landscape-2995987_1280.jpg
Source

শীতের সকাল
লেখাঃ তানহা তানজিল তরসা

শীতের কুয়াশা ঢাকে গ্রাম,
মাঠের ঘাসে জমে শিশিরের নাম।
সূর্য ওঠে ধীরে, দেয় সোনালি আলো
নিস্তব্ধ প্রকৃতি যেন সাজে নুতন পালো।

খেজুর রসে ভরে মাটির হাড়ি,
চুলার ধোঁয়ায় ভিজে মায়ের বাড়ি।
নরম কাঁথায় জড়ানো সুখের বাসা,
পিঠে-পুলি মেখে ওঠে ভালোবাসা।

নদীর জলে কুয়াশার ঘন পরত,
নৌকার পালায় লেগে শীতের পরশ।
পাখির ডাকে ভাঙে সকালের ঘুম,
ধূসর ধানে জমে রোদ্দুরের ঝুম।

পিঠে বয়ে আনে শীতের ঋতু,
প্রকৃতির বুকে অদ্ভুত মিতু।
এই শীত যেন শান্তির গান,
জীবনের মঞ্চে এক মহোৎসবের বান।

মূলভাব:

শীতকাল প্রকৃতির এক মনোরম ঋতু, যা গ্রামীণ জীবন এবং প্রকৃতিকে সাজিয়ে তোলে নতুন রূপে। কুয়াশা, শিশির, খেজুরের রস, পিঠে-পুলি এবং শীতের মিষ্টি পরিবেশে জেগে ওঠে শান্তি ও আনন্দ। শীতকাল জীবনের এক নিস্তব্ধ অথচ প্রাণবন্ত অধ্যায়, যেখানে প্রকৃতি ও মানুষের মধ্যে মিতালি গড়ে ওঠে।


পোস্টের ধরনস্বরচিত কবিতা
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz1V5uaiRiqrB9va6S5KGDLcZKmqbQvK66sWYZqk3ify6o12sFWUpobLWEmoVTzFAiCQHuMMNv.png

Comments

Sort byBest