কাউকে কোনদিন ধোকা দেওয়া উচিত না
12 comments
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে অন্য একটি টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আসলে এই টপিকসটি আমাদের জীবন রিলেটেড। আমরা মানুষ আমাদের প্রতিনিয়ত বাঁচতে হয় সমাজের সবাইকে নিয়ে। মানুষে মানুষে ভালো সম্পর্ক থাকা এই জন্য খুব জরুরী একটা বিষয়। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসবে একজনের প্রতি আরেকজনের বিশ্বাস জন্মাবে এভাবেই সমাজব্যবস্থা গড়ে উঠেছে বছরের পর বছর ধরে। হাজার বছর আগে থেকেই এই ব্যাপারটা হয়ে আসছে আর কি। প্রাণিজগতের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিভিন্ন জাতের প্রাণীর ভিতরেও ঐক্যবদ্ধতা রয়েছে। বিশ্বাস ব্যাপারটা রয়েছে তেমন ভাবে মানুষের ভিতরেও এই ব্যাপারটা খুব স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়।
একজন মানুষ আরেকজনের উপর বিশ্বাস করেই জীবনের অনেক পদক্ষেপ নিয়ে থাকে। তাছাড়া পরিবারের ভিতর এই বিশ্বাসটা সবথেকে বেশি দেখা যায়। তারপর বন্ধু মহলের ভিতরেও বিশ্বাস দেখা যায়। মাঝেমাঝে বিভিন্ন ক্ষেত্রে অপরিচিত লোকদের প্রতিও আমাদের এই বিশ্বাসটা চলে আসে। এই বিশ্বাস শব্দটা খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ আরেকজনের উপর বিশ্বাস করে নিজের জীবন বাজি রেখে দেয়। তাই বিশ্বাস ব্যাপারটা কোনো ছোট বিষয় নয়। কেউ যদি কাউকে বিশ্বাস করে তাকে সেই সময় ধোকা দেয়া কোনোমতেই উচিত না। কারণ কেউ যখন অন্য কারোর বিশ্বাস ভাঙ্গে সেই বিষয়টা মানুষকে যে কতটা আঘাত করে যার বিশ্বাস ভেঙেছে সেই বলতে পারে। বিশ্বাস কোন ক্ষেত্রে দেখা যায় না রিলেশনশিপের ক্ষেত্রে,বিবাহ লাইফের ক্ষেত্রে,বিজনেস করার ক্ষেত্রে সত্যি বলতে প্রতিটা ক্ষেত্রেই বিশ্বাস ব্যাপারটা রয়েছে।
তবে এখনকার মানুষ বিশ্বাসের মূল্য খুব বেশি দিতে জানে বলে আমার মনে হয় না। ধোকার পরিমাণ আমাদের সমাজে এখন অনেক বেশিই দেখা যায়। আমরা বিভিন্ন ক্ষেত্রে যে প্রতারণার শিকার হই কোন ধরনের জিনিস কিনে বা কাউকে বিশ্বাস করে। এটার পরিমাণ আগে যতটা না ছিল এখন কেন জানি বেশি হয়ে গেছে। মানুষের ভিতর লোভের কারণে অহংকারের কারণে ইগোর কারণে এই বিশ্বাসভঙ্গের ব্যাপার গুলো দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে। মানুষের বিশ্বাস এক এক ভাবে ভাঙতে পারে অন্ধের মত বিশ্বাস করে মানুষ যেখানে ঠকে যায়। সেখানেই সব থেকে সে ভেঙে পড়ে,এই ব্যাপারগুলোর সামলে না অনেকটাই কঠিন হয়ে যায় যার ক্ষেত্রে বিশ্বাস ভাঙ্গার এই ব্যাপারটা চলে আসে। আসলে যে মানুষটা বিশ্বাসটা ভেঙে দেয় সেই মানুষটা কেন অন্য মানুষটার কথা চিন্তা করেনা অন্য মানুষটার কোন ক্ষতি হতে পারে সে কথা চিন্তা করেনা এটা আমি বুঝি না।কাউকে বিশ্বাস দিয়ে সেই বিশ্বাসটা ভেঙে দেওয়া সত্যি খুব অন্যায় কাজ। কাউকে বিশ্বাস দিলে সেই বিশ্বাসটা রাখা অবশ্যই উচিত। নয়তোবা কাউকে বিশ্বাসের মিথ্যা আশ্বাস দেয়া উচিত না। বিশ্বাসের অনেক মূল্য রয়েছে আমাদের বেঁচে থাকার জন্যই বিশ্বাস জিনিসটা খুব প্রয়োজন তাই কেউ যদি কারো উপর বিশ্বাস করে তাই তাকে ধোকা দেয় একদমই উচিত না। বিশ্বাসের মান অবশ্যই রাখা উচিত।
পোস্ট বিবরণ
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Comments