সন্তোষ মিত্র স্কোয়ারে 'দ্য স্ফিয়ার অফ লাস ভেগাস' থিমযুক্ত প্যান্ডেল ( দুর্গাপুজো ২০২৪)
4 comments
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে তোমাকে সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করবো। আসলে আগে প্রত্যেক সপ্তাহে কোন না কোন ভিডিওগ্রাফি মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করা হতো। তবে অনেকদিন হয়ে গেছে কোন ভিডিওগ্রাফি শেয়ার করা হয় না। আসলে ফোনে মেমোরি না থাকার কারণে বিভিন্ন সময় করা ভিডিওগ্রাফি গুলো ফোনে রাখা সম্ভব হচ্ছিল না। তাই আলাদা করে পেনড্রাইভে রেখে দিয়েছিলাম। আর সেইগুলো ফোনে না থাকার কারণেই ভিডিওগ্রাফি মূলক পোস্ট করার সুযোগ হচ্ছিল না। যাইহোক, আজ পেনড্রাইভ থেকে কিছু কিছু ভিডিওগ্রাফি নিলাম। পরবর্তী কয়েক সপ্তাহ পোস্ট করার জন্য আজ সেখান থেকে একটু ভিডিওগ্রাফি নিয়েছি যে ভিডিওগ্রাফিটি আমি
দুর্গা পুজোর সময় করেছিলাম। আসলে দুর্গা পুজোর সময় অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম।
এই বছর কলকাতার দুর্গাপুজো বেশ জমজমাট ভাবে হয়েছিলো। প্রত্যেক বছরেই কলকাতায় কিছু না কিছু নতুন আকর্ষণ দেখাই যায়। এই বছর কলকাতার বড় আকর্ষণ ছিল সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি আয়োজিত 'দ্য স্ফিয়ার অফ লাস ভেগাস' থিমযুক্ত প্যান্ডেল টি । এই প্যান্ডেলে অনেক ভিড় হয়েছিল যা তোমরা এই ভিডিওগ্রাফিতে স্পষ্ট দেখতে পাচ্ছো। আমরা রাতের দিকে গেছিলাম পরিবারের সবাইকে সাথে নিয়ে প্যান্ডেল টি দেখতে। এই ভিড় ঠেলে এই পুজো প্যান্ডেলটি দেখা আমাদের জন্য অনেক কষ্টের হয়েছিলো। তবে যেহেতু অনেক সুন্দর করেছিল তাই কষ্ট করে সেখানে গিয়ে দেখে সার্থকতা লাভ হয়েছিল। এসব জায়গায় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা জন্য বারণ করা হচ্ছিলো।তবে কেউই সেসব শুনছিল না কারণ অনেক দূর থেকে লোকজন এসেছিল এই সুন্দর পুজো প্যান্ডেলটা দেখার জন্য আর সেগুলো যদি মেমোরি হিসেবে না রাখা যায় তাহলে সে ব্যাপারটা ভালো হয় না।সেই কারণে সবাই এই সুন্দর মুহূর্তগুলো ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছিল। সেদিন আমি এই পুজো প্যান্ডেলটি দেখতে গিয়ে যে ভিডিওগ্রাফিটি ধারণ করেছিলাম তা নিচে শেয়ার করলাম।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ভিডিওগ্রাফার | @ronggin |
লোকেশন | কলকাতা, পশ্চিমবঙ্গ । |
Comments