গতকাল বিকালে একটু গ্রামের দিকে ঘুরতে গেছিলাম।
9 comments
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে ঘোরাঘুরি রিলেটেড একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই জানো যে আমি ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি। শীতের শুরুর দিকেই বেশি ঘোরাঘুরি করা হয়ে থাকে সাধারণত। যদিও অতিরিক্ত শীত যখন পড়বে তখন ঘোরাঘুরিটা একটু কমে যাবে।তবে এখন বেশ ঘোরাঘুরির বেশ ভালো সময়।আর এই সময় একটু গ্রামের দিকে গেলে ঠান্ডা ঠান্ডাও লাগে।অভারল একটা ভালো ওয়েদার এনজয় করা যায়।গতকাল বিকালে আমি এবং আমার এক বন্ধু দুইজনে মিলে গেছিলাম গ্রামের দিকে ঘুরতে।আসলে প্রথমে আমরা দুপুরের দিকে গেছিলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে।
তারপর কিছু সময় গিয়ে সেই বন্ধুর বাড়ি রেস্ট করি। তারপর পুনরায় একটু বিকালে আবার ঘুরতে বেরিয়ে পড়ি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে এবং নতুন প্রকৃতির সাথে পরিচয় হতে আমার বেশ ভালই লাগে। আমাদের আশেপাশে অনেক জায়গায়ই থাকে যে জায়গা গুলো দেখতে অনেক সুন্দর থাকে।তবে আমাদের চোখ সেখানে পড়ে না।তবে আমরা যদি একটু খেয়াল করে সেইসব জায়গা ঘুরি তবে সেইসব জায়গা ঘুরেও আলাদা একটা ভালো লাগা কাজ করে আমাদের মনে। আমরা ঘোরাঘুরির জন্য এইরকমটা প্ল্যান করেছিলাম কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় যেতে হবে সেই সম্পর্কে আমাদের ধারনা ছিল না। আমরা শুধু এক রাস্তার পরে আর এক রাস্তা এভাবেই একের পর এক জায়গা ঘুরেই যাচ্ছিলাম। গন্তব্যহীন ভাবে ঘুরলে আরও বেশি প্রকৃতি ইনজয় করা যায়। এটা আমার কাছে মনে হয়।
এই ঘোরাঘুরি সময় বিভিন্ন রকম পরিবেশ দেখে আমার মনে একটা সজীবতা কাজ করে। আমি এবং আমার বন্ধু যেহেতু বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলাম। তাই আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটা সহজ হয়েছিল। গতকাল ঘোরাঘুরি সময় আমার একটি প্রিয় স্থান ইউনিভার্সিটির পিছনের জায়গা এখানেও গেছিলাম। আসলে সেই জায়গায় অনেক আগেও যাওয়া হতো। তবে অনেকদিন সেখানে যাওয়া হতো না সময়ের অভাবে। এবার যখন গেছিলাম আলাদাই একটা ভালো লাগা কাজ করছিল। এসব ঘোরাঘুরির সময় একটি খালও আমরা দেখতে পাই।
যদিও এটি একটি নোংরা খাল ছিল তবে তার উপর যে ব্রিজ ছিল তার উপর দিয়ে যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল। তাছাড়া সেই ব্রিজের দুই পাশের প্রকৃতিও ভালো লাগছিল। তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় কিছুটা অন্ধকার হয়ে গেছিলো। এইজন্য ফটোগুলো ভালো আসেনি। যাইহোক, এভাবে এলোমেলো ভাবে অনেক ঘোরাঘুরি করেছিলাম গতকালকে। এতোটুকুই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করার ছিল।
পোস্ট বিবরণ
শ্রেণী | ট্রাভেল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | তালধারিয়া, নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Comments