New to Nutbox?

ঈদের দিনের বিকেলের সুন্দর মূহুর্ত

12 comments

rituamin
65
19 days ago3 min read

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পর থেকে অসুস্থতা যেন পিছু ছাড়ছে না। একটার পর একটা সমস্যা লেগেই আছে। তারপরও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে আমার ছেলে মেয়েরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। যা ঝড় আমার উপর দিয়ে যাচ্ছে। আজ থেকে কাজ শুরু করব ভাবছি। আজ ঈদের দিনে সুন্দর বিকেলের কিছু মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

গত পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঈদের দিনের সকালের কিছু মুহূর্ত। ঈদের দিন মোটামুটি রেডি হয়ে আমার হাজবেন্ডের কাছ থেকে সালামি নিয়েছি, শাশুড়ি ও সালামি দিয়েছে। এরপর আমি একজন আমার পাশের বাসায় আর ছেলেকে বলেছিলাম আমাদের কিছু ছবি তুলে দিতে যেহেতু আমার ছেলের এবার প্রথম ঈদ তাই ওর এই ঈদের দিনে কিছু সুন্দর ছবি তুলে স্মৃতি করে রাখতে চেয়েছিলাম। রেডি হয়ে তাকে ফোন দিয়েছিলাম ক্যামেরা আনার জন্য এরপর আমরা সবাই মিলে ছবি তোলা শুরু করেছিলাম।

যেহেতু আমার ছেলের প্রথম ঈদ তাই ওর জন্য আমি শখ করে পাঞ্জাবি কিনেছিলাম। পাঞ্জাবি পরে ওর কিছু ছবি তুলব কিন্তু ছোট মানুষ ওদের তো কখন মুড হয় বলা মুশকিল।তারপরও চেষ্টা করেছি কিছু ছবি তোলার। কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আরো অনেক ছবি তুলেছিলাম আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়েএকটা ড্রেস পড়েছে সেটা তো আর সে খুলবে না। এটা তার এতই বেশি পছন্দ যে সে এটা পড়েই সব ছবি তুলেছে।

ছবি তোলার পর্ব শেষ করে রান্নাঘরে যেতে হলো কারণ আমার বাসায় আরো কিছু মেহমান আসবে। মেহমান বলতে আমার ননদ ও তার পরিবার আসবে তাদের জন্য আবারো নতুন করে রান্না করতে হবে। ননদ বলে কথা স্পেশাল কিছু তো করতেই হবে। তাই শাড়ি পরে আবার রান্না ঘরে ঢুকে গেছি যদিও আমার শাশুড়ি আমাকে অনেক সাহায্য করেছে। সব রান্নাবান্না শেষের দিকে এর মধ্যে আমার ননদ চলে এসেছে।সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম।। আসার পরপরই আমি তাদেরকে খেতে দিয়েছি কারণ দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে আর আমার রান্নার শেষ হয়েছে। সবাই একসাথে অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। আড্ডা দেওয়া শেষে আমার ননদের পরিবারের সকলেই চলে গেছে। কারণ তাদের বাড়িতেও একটা বিয়ে আছে বিয়ের অনেক কাজ আছে। এজন্য তাদেরকে তাড়াহুড়া করে চলে যেতে হয়েছে। তারা চলে যাওয়ার পর আমি আমার ছেলেকে নিয়ে একটু রেস্ট নিয়েছি। কারণ সারাদিন অনেক ধকল গেছে। তারপর বিকেলে সবকিছু চেঞ্জ করে আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম আমাদের সেই পছন্দের জায়গায় রেললাইনে। গিয়ে দুজনে অনেক গল্প করলাম হাঁটাহাঁটি আর কিছু ছবি তুললাম।এরমধ্যে সূর্য অস্ত গিয়েছে তখন দুজনেই বলছিলাম যে এবারের মতো ঈদ আজকে এখানেই শেষ হল। কারণ সন্ধ্যা হয়ে গেছে এরপরে যে যার বাসায় থাকবে আর গ্রামে তো তেমন ঘুরাঘুরির জায়গা নেই। এরপর আমরা বাসায় চলে এসেছি।

যাক এবারের ঈদটা তারপরও অনেক সুন্দর হয়েছে। এটা আলহামদুলিল্লাহ ছেলেকে নিয়ে অনেক সুন্দর সময় পার করেছি। ছেলেকে নিয়ে গ্রামে গিয়ে তেমন কোন সমস্যা হয়নি। এটাই অনেক অনেক শুকরিয়া। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। আমার আজকে ঈদের দিনের সারাদিনের মূহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Comments

Sort byBest