New to Nutbox?

স্পোর্টস : চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ( রিয়াল মাদ্রিদ ^ ম্যান সিটি )//by ripon40

3 comments

ripon40
73
14 days agoSteemit6 min read

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ( রিয়াল মাদ্রিদ ^ ম্যান সিটি )
  • ১৮, এপ্রিল ,২০২৪
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240418_174932.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদম্যালোর্কা
মোট শট-৮মোট শট-৩৩ ।
টার্গেটের শট-৩টার্গেটের শট-০৯ ।
দৈর্ঘ্য৯০+৩০ মিনিট ।
বল পজিশন -৩২%বল পজিশন -৬৮%
পাস করে -৪৫৭পাস করে -৯২০
পাস নির্ভুলতা-৮১%পাস নির্ভুলতা-৯১%
ফাউল-১১ফাউল-১৫
হলুদ কার্ড- ০২হলুদ কার্ড - ০৩
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০১অফসাইডস-০১
কোণ-০১কোণ- ১৮
সময়কাল রাত ১.০০ টায়১৮.০৪.২০২৪ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ -০১(৪) ম্যান সিটি -০১(৩)

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-04-18-17-38-18-824_com.google.android.youtube.jpg


গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লীগের বিগ দুটি ম্যাচ হয়ে গেল। যেখানে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানসিটি আর্সেনাল বনাম বায়ান মিউনিখ এই দুটি ম্যাচ দেখার অপেক্ষায় ছিলাম ।বিশেষ করে ম্যানসিটি বনাম রিয়াল মাদ্রিদের খেলাটি উপভোগ করার জন্য মুখিয়ে ছিলাম। যারা ফুটবলপ্রেমী এখনো ক্লাবের ফুটবল খেলা গুলো উপভোগ করে তারা হয়তো এই দুটো ম্যাচ গতকাল রাতে মিস করেনি। রাত একটায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। দুটি দল প্রথম লিগে ড্র করে তিন তিন গোলে। রিয়াল মাদ্রিদের মাঠে ম্যানসিটি ড্র করেছিল। যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তেমনি রিয়াল মাদ্রিদদের জন্য অনেক কষ্টের। প্রথম দিকে ২-১ গোলে লিড নিয়েছিল রিয়াল মাদ্রিদ । কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি খেলা শেষে প্রথম লেগে ৩-৩ গোলে শেষ হয়।

Screenshot_2024-04-18-17-39-37-892_com.google.android.youtube.jpg


এবার দুটো দল নিজেদের লীগের খেলায় পয়েন্ট তালিকা শীর্ষে রয়েছে। রিয়াল মাদ্রিদ এবং ম্যানসিটি গতবার এই দুটি দলের দেখা হয়েছিল যেখানে ম্যানসিটি জিতে গিয়েছিল । এবারও সে রকম একটা সমীকরণ সবাই প্রত্যাশা করেছিল। কারণ ম্যানসিটির মাঠে গিয়ে জেতা অসম্ভব। কারণ তারা ৬৬ ম্যাচ অপরাজিত কোন দল তাদেরকে হারাতে পারেনি । তাদের ঘরের মাঠে সেজন্য সকল ফুটবল প্রেডিকশন তাদের পক্ষে গিয়েছিল । আমিও ভেবেছিলাম ম্যানসিটি জিতে নেবে ম্যাচটি কিন্তু রিয়াল মাদ্রিদের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির কৌশলের কাছে হেরে গিয়েছেন ম্যানসিটির মাস্টারমাইন্ড গার দিওলা। প্রথমদিকে দুই দল নিজেদের ডিফেন্স শক্তিশালী করে খেলার চেষ্টা করে।কারণ কোয়াটার ফাইনাল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন গোল হজম করতে চাইনি অন্যদিকে সিটির ঘরের মাঠের খেলা তারা স্বাভাবিকভাবে ভালো খেলবে এটাই প্রত্যাশা ছিল।

Screenshot_2024-04-18-17-40-38-132_com.google.android.youtube.jpg


খেলার ১২ মিনিটে কারবাহালের বাড়ানো পাসে জুট বোলিং হোম সুন্দর করে বলটি রোদ্রিগোর কাছে পাঠিয়ে দেয় । দারুন ফিনিশিংয়ের মাধ্যমে ১২ মিনিটের মাথায় এক শূন্য গোলের লিড নিয়ে নেয়। তখন থেকে খেলার মোড় ঘুরে যায়। রিয়াল মাদ্রিদ নিজেদের ডিফেন্স শক্তিশালী করে খেলার চেষ্টা করে। তাদের মধ্যে আক্রমণ করার তেমন একটা ইচ্ছা ছিল না। দুই দল রয়ে সয়ে ফুটবল খেলতে শুরু করে। ম্যানসিটি প্রথমার্ধ ে তেমন কোনো ভালো আক্রমণ করতে পারেনা‌ রিয়াল মাদ্রিদ এটা কিং আক্রমণ করে কয়েকটি ভালো একটা সুযোগ পেয়েছিল কিন্তু শট নিতে না পারায় লিড বাড়ানোর সুযোগ হাতছাড়া করে। এভাবে দুই দল খেলতে থাকে। তেমন কোন আক্রমণ দেখতে পাইনি ।রিয়াল মাদ্রিদের প্ল্যান অনুযায়ী তারা খেলতে শুরু করে ।ডিফেন্স শক্তিশালী করে প্রথমার্ধে আর কোন গোল দেখতে পায়নি । ১-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ হয়।

Screenshot_2024-04-18-17-43-02-569_com.google.android.youtube.jpg


নির্দিষ্ট টাইমের বিরতি শেষে দ্বিতীয়ারদের খেলা শুরু হয়। যেখানে ম্যানসিটি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে । অন্য দিকে রিয়াল মাদ্রিদ নিজেদের ডিফেন্স শক্তিশালী করে খেলার চেষ্টা করে । তারা চাচ্ছিল এভাবেই ম্যাচটি শেষ হোক । এক শূন্য গোলের লিডের তারা জিতে সেমিফাইনালে উঠবে । অন্যদিকে ম্যানসিটি গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু কোন গোল পায় না। আক্রমণের পর আক্রমণ করতে থাকে তবুও তাদের লক্ষ্যে পৌঁছাইতে পারে না । বল দখলে রিয়াল মাদ্রিদের চেয়ে ম্যানসিটি অনেকে এগিয়ে ম্যানসিটির ৭০ পার্সেন্ট রিয়াল মাদ্রিদের ৩০% বল পজিশন ছিল। এভাবে খেলা চলতে থাকে ম্যানসিটি আক্রমণ করে রিয়াল মাদ্রিদ সেই আক্রমণ রুখে দিতে থাকে । এভাবে খেলা চলতে থাকার 76 মিনিটের মাথায় কেবিন ডিব্রুইনা দারুন একটি সুযোগ পেয়ে গোল করে। সেখানে খেলায় এক এক সমতায় চলে যায়।

Screenshot_2024-04-18-17-43-52-092_com.google.android.youtube.jpg


খেলার নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে কোন গোল দিতে পারে না দুই দল। এক এক সমতায় খেলাটি শেষ হয়। আবার ৩০ মিনিটের খেলা শুরু হয় যেখানে রিয়াল মাদ্রিদ এবং ম্যানসিটি দুই দল ভালোই আক্রমণ করে তবুও গোল হয় না । কারণ সেই মুহূর্তটা দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন ভাবে গোল খেয়ে ফেললে সেই গোল পরিশোধ দেওয়া অসম্ভব। সেজন্য তারা নিজেদের ডিফেন্স শক্তিশালী করে খেলার চেষ্টা করে। সেই ৩০ মিনিটের খেলা শেষ হয়ে যায় তবুও কোন গোল হয় না। আমার কাছে খেলার উপভোগের মধ্যে পেনাল্টি উপভোগ অনেক ভালো লাগে। টানটান উত্তেজনা থাকে দুই দলের মধ্যে যারা দর্শক যারা খেলা দেখে তাদের মধ্যেও সেই উত্তেজনা পূর্ণ মুহূর্ত কাজ করে। দুই দল তাদের প্লেয়ারদের সিলেক্ট করল। আর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি শুরু হলো।

Screenshot_2024-04-18-17-44-35-281_com.google.android.youtube.jpg


আমি তখন ধরে নিয়েছিলাম পেনাল্টিতে রিয়াল মাদ্রিদ হেরে যাবে কিন্তু সেটাই হওয়ার সম্ভাবনা হয়ে গিয়েছিল প্রথম পেনাল্টি রিয়াল মাদ্রিদের লুকা মড্রিস নেয় সেটা মিস করে। তারপর ম্যানসিটি পেনাল্টিতে গোল করে। আবার রিয়াল মাদ্রিদ পেনাল্টিতে গোল করে তারপর ম্যানসিটি পেনাল্টি নেয়। ব্রুনো ফার্নান্দেজ সে গোলকিপারকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে যায় । খুব সুন্দর করে গোলকিপার বরাবর বল তুলে দিলে স্বাভাবিকভাবেই গোলকিপার সেই বলটি দাঁড়িয়ে থেকে ধরে ফেলে । আবার রিয়াল মাদ্রিদ পেনাল্টিতে গোল করে ম্যান সিটি আবারো মিস করে । শেষের পেনাল্টির উপর নির্ভর করেছিল কোন দল শ্রেণী ফাইনালে যাবে । যেখানে রিয়াল মাদ্রিদের মিস করতে হবে ম্যানসিটির গোল করতে হবে। রিয়াল মাদ্রিদের গোল করে সেখানে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে চলে যায়। ইতিহাদ স্টেডিয়ামে ইতিহাস করে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উত্তীর্ণ হয়। আসলেই দারুন একটি ম্যাচ উপভোগ করেছি। সেজন্যই ফুটবল খেলা অনেক ভালো লাগে । আশা করি আপনাদের কাছে রিভিউ ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Comments

Sort byBest