হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম। আজ আমরা ফাইনালি SuperWalk event চালু করতে যাচ্ছি। কিছুদিন আগে একটি পোস্টে আপনাদের সাথে বেসিক বিষয়গুলো শেয়ার করেছিলাম। এখানে ক্লিক করে পোস্টটি দেখে আসুন। ওই পোস্টের উল্লেখ করেছিলাম কিভাবে এই অ্যাপসটি কাজ করে এবং কিভাবে আর্ন করা সম্ভব।
SuperWalk হলো Web3 বেইজ M2E টাইপের আর্নিং অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে হাঁটা বা দৌড়ানোর মাধ্যমে ক্রিপ্টো আর্ন করা যায়। SuperWalk- এ দুটি মুড রয়েছে। একটা হচ্ছে বেসিক মুড আর একটি হচ্ছে প্রো মুড। দুটির ভিন্ন রকম সুবিধা রয়েছে এবং দুটিই আলাদা এক্সপেরিয়েন্স দেবে আপনাকে।
প্রথমে অ্যাপসটি ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আমি অ্যাপেল ইউজার এবং অ্যান্ড্রয়েড ইউজারদের উভয়ের জন্য লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি আপনারা ডাউনলোড করে নিবেন।
ইনস্টল করা হলে অ্যাপস এর ভিতরে প্রবেশ করবেন। প্রথমে একটা পপআপ উইন্ডো ওপেন হবে এবং সেখানে কিছু পারমিশন চাইবে। গো টু সেটিং অপশন এ ক্লিক করে সেটিংসে গিয়ে প্রয়োজনীয় পারমিশন গুলো অ্যাপ্রুভ করে দিবেন। এরপর আপনাকে মেইল অথবা ফোন নাম্বার দিয়ে লগইন করে নিতে হবে। লগইন কমপ্লিট হওয়ার পর আপনি হোম পেজে দুটি মুড দেখতে পারবেন। একটা হচ্ছে বেসিক মুড আর একটি হচ্ছে প্রো মুড। দুটির ভিন্ন রকম সুবিধা রয়েছে এবং দুটিই আলাদা এক্সপেরিয়েন্স দেবে আপনাকে।
বেসিক মুডটা আপনি সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন। এই অ্যাপস রানিং থাকা অবস্থায় যতক্ষণ আপনি হাঁটাহাঁটি করবেন ততক্ষণ আপনার স্টেপগুলো কাউন্ট হতে থাকবে। হোমপেজে আপনার স্টেপ কাউন্ট শো করবে। একটু নিচেই দেখতে পারবেন পয়েন্ট ক্লেইম করার অপশনটি ভিজিবল হয়েছে। ওই অপশনে ক্লিক করে আপনি আপনার রেওয়ার্ড পয়েন্ট গুলো ক্লেইম করতে পারবেন।
এখন এই পয়েন্টগুলো দিয়ে কি করবেন? হোম পেজের একদম নিচে আসলে দেখতে পারবেন কিছু অনগোয়িং লটারি টাইপ্সের কিছু অফার রয়েছে। আপনি ওই লটারি গুলোতে আর্ন করা কয়েন দিয়ে পার্টিসিপেট করতে পারবেন। ওখানে যত ইউজার পার্টিসিপেট করবে তাদের মধ্য থেকে উইনার সিলেক্ট করা হবে। সেই ভাগ্যবান উইনার একটা পুরস্কার জিতে নেবে। কখন কোন অফার চলমান সেটা আপনাদের অ্যাপ্লিকেশন থেকে দেখে নিতে পারবেন। এখানে অ্যাপেল ওয়াচ, ম্যাকবুক প্রো সহ বিভিন্ন প্রকার গ্যাজেট, অ্যামাজন গিফট কার্ড ও বিভিন্ন কয়েন অর্ন জেতার সুযোগ আছে।
এবার আসি প্রো-মুড নিয়ে। বেশ জনপ্রিয় একটি কয়েন WALK- যেটা SuperWalk এর নেটিভ টোকেন। আপনি হাঁটাহাঁটি করে বা দৌড়িয়ে এই WALK কয়েন অর্ন করতে পারবেন। এর জন্য আপনাকে NFT shoe কিনতে হবে। NFT shoe কিনতে হলেও তাদের আরো একটি নেটিভ কয়েন GRND ইউজ করতে হবে। এই কয়েনটি Get.io এক্সচেঞ্জে USDT পেয়ারে পেয়ে যাবেন। এক্সচেঞ্জ সাইট থেকে কয়েন কিনে SuperWalk এর Web3 ওয়ালেটে ডিপোজিট করতে হবে। এরপর ইন্টার্নাল মার্কেট থেকে NFT shoe বাই করতে হবে। হাজারো রকমের NFT আছে সেখানে। আপনি জগিং করতে চান, হাঁটাহাঁটি করতে চান, নাকি দৌড়াতে চান সেই হিসেবে আপনি Shoe স্কিন বাই করবেন। প্রতিটি স্কিনের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। ১ থেকে ১০ লেভেলের স্কিন গুলো ১০-২৫ ডলার মূল্যের GRND কয়েনের মধ্যেই পেয়ে যাবেন।
বিষয়গুলো বোঝার জন্য আমি একটি NFT কিনেছি ইতিমধ্যেই। এটি জগার্স স্কিনের NFT shoe. জগার্স আইটেম হওয়ার কারণে আমার লিমিট ৫ থেকে ১২ কিলোমিটার/hr নির্ধারণ করে দেওয়া। একটা সাধারণ স্ট্যান্ডার্ড ফলো করে এই লিমিটটা তৈরি করে দিয়েছে তারা। আমি গতকাল কিছু সময় হালকা দৌড়েছি। এর ফলে ১.২ WALK কয়েন দিয়েছে আমাকে। বর্তমানে প্রতিটি WALK কয়েনের মূল্য $0.048 - এখানে চেক করুন।
এখন আপনাদের কাজ হলো এই অ্যাপসটি ডাউনলোড করে ইউজ করা। আপনি নিজে ইউজ করুন, আপনার ফ্যামিলি এবং বন্ধুদেরকেউ ডাউনলোড করতে বলুন। সেক্ষেত্রে আপনার প্রোমো কোড ইউজ করতে বলবেন। আজ থেকেই আমাদের ইভেন্ট অফিসিয়ালি স্টার্ট হলো।
(A) Leaderboard Rewards ($8K): Rankings are determined based on earnings from walking, with higher rankings earning greater rewards.
(B) Special Rewards ($2K): Additional rewards are given for exercising with Rare-grade or higher shoe NFTs.
(C) Bonus Rewards(maybe NFTs): Extra rewards are provided for posting reviews or income verification posts about SuperWalk on the community or social media.
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |